 
                                টাঙ্গাইলের নাগরপুর উপজেলায় জমি নিয়ে দুই সৎ ভাইয়ের মধ্যে বিরোধে দায়ের কোপে একজন নিহত হয়েছেন।
 নিহতের নাম সুমন মিয়া (২৭)।
 প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে নাগরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার আব্দুল্লাহ আল মামুন জানান,
ডাকাতমারা গ্রামের সৎ ভাই রশিদ ও আতোয়ার মধ্যে জমি নিয়ে বিরোধ চলছিল।
 সকালে, আতোয়ার, রশিদের ১৩ বছর বয়সী নাতিকে তুলে নিয়ে তার বাড়িতে আটকে রাখে।  পরে রশিদ, সুমন ও  সুজনকে নিয়ে আতোয়ার বাড়িতে গেলে আনোয়ার ও তার লোকজন  ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তিনজনকে গুরুতর আহত করে।
 আহতদের  মির্জাপুর কুমুদিনী হাসপাতালে নেওয়ার পথে সুমনের মৃত্যু হয়।
 ওসি আরও জানান, এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে এবং মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। 
                                    
 
                                                     
                                                     
                                                     
                                                    -2018-03-31-23-44-09.jpeg) 
                                                     
                                                     
                                             
                                             
                                             
                                             
                                            
আপনার মূল্যবান মতামত দিন: