ঢাকা | বৃহঃস্পতিবার, ১৩ মার্চ ২০২৫, ২৯ ফাল্গুন ১৪৩১

৪৩ হাজার ৬৫৬ লিটার সয়াবিন তেল জব্দ জয়পুরহাটে, একলাখ টাকা জরিমানা

odhikarpatra | প্রকাশিত: ১৫ মে ২০২২ ০৭:১৩

odhikarpatra
প্রকাশিত: ১৫ মে ২০২২ ০৭:১৩

 
 

আজ শনিবার দুপুরে জয়পুরহাট 

জেলা সদরে আজ অবৈধভাবে মজুদকৃত ৪৩ হাজার ৬৫৬ লিটার সয়াবিন তেল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এ ঘটনায় দুই ব্যবসায়ীকে একলাখ টাকা জরিমানা করা হয়েছে।
 দুপুর জেলা শহরের মাড়োয়াড়ি পট্টি ও ধানমন্ডি এলাকায় দু’টি ব্যবসা প্রতিষ্ঠানের গোডাউনে ভ্রাম্যমান আদালতের এ অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিফাতুল ইসলাম।
এসময় জেলায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক ফজলে এলাহী উপস্থিত ছিলেন।
ভ্রাম্যামাণ আদালত সূত্র জানা গেছে, অভিযানকালে পদ্মা ট্রেডার্সের তিনটি গোডাউনে মোট ১৫ হাজার ৯৬ লিটার এবং ফারুক ট্রেডার্সের সাতটি গোডাউনে মোট ২৮ হাজার ৫৬০ লিটার সয়াবিন তেলের অবৈধ মজুদ পাওয়া যায়। অবৈধভাবে ভোজ্যতেল মজুদ করে বাজারে কৃত্রিম সংকট সৃষ্টির দায়ে ‘পদ্মা ট্রেডার্স’র মালিক পুরুষোত্তম রংটা’কে ৫০ হাজার টাকা এবং ‘ফারুক ট্রেডার্স’র মালিক ফারুক সরদারকে  ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।



আপনার মূল্যবান মতামত দিন: