
আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির প্রথম সেমিফাইনালে টসে জিতে ইংল্যান্ডকে ব্যাটিংয়ের আমন্ত্রন জানিয়েছেন পাকিস্তানের অধিনায়ক সরফরাজ আহমেদ।
স্বাগতিক ইংল্যান্ড স্কোয়াড থেকে ওপেনার জেসন রয় বাদ পড়েছেন। ফর্মহীনতায় ভোগা রয়ের পরিবর্তে দলে ঢুকেছেন জনি বেয়ারস্টো। এছাড়া পাকিস্তান দলে ইনজুরিতে ভোগা পেসার মোহাম্মদ আমিরের স্থানে একাদশে জায়গা করে নিয়েছেন অভিষিক্ত রুম্মান রাইস। এছাড়া ফাহিম আশরাফের স্থানে দলে ঢুকেছেন লেগ স্পিনার শাদাব খান।
ইংল্যান্ড দল : এ্যালেক্স হেলস, জনি বেয়ারস্টো, জো রুট, এইউন মরগ্যান (অধিনায়ক), বেন স্টোকস, জোস বাটলার (উইকেটরক্ষক), মঈন আলী, আদিল রশীদ, লিয়াম প্লানকেট, মার্ক উড ও জেক বল।
পাকিস্তান দল : আজহার আলী, ফাখার জামান, বাবর আজম, মোহাম্মদ হাফিজ, শোয়েব মালিক, সরফরাজ আহমেদ (অধিনায়ক ও উইকেটরক্ষক), ইমাদ ওয়াসিম, রুম্মান রাইস, শাদাব খান, হাসান আলী ও জুনায়েদ খান।
আপনার মূল্যবান মতামত দিন: