ঢাকা | শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ঢাকা টেস্ট থেকে ছিটকে গেলেন নাঈম

ক্রীড়া প্রতিবেদক | প্রকাশিত: ২১ মে ২০২২ ০০:২৭

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ২১ মে ২০২২ ০০:২৭

দীর্ঘ ১৫ মাস পর জাতীয় দলে ফিরে চট্টগ্রাম টেস্টে দারুণ ফর্মে ছিলেন বাংলাদেশি স্পিনার নাঈম হাসান। করেছেন ক্যারিয়ার সেরা বোলিংও। কিন্তু তাকে বেশ দুর্ভাগাই বলা যায়। কারণ ইনজুরির কারণে পরের ম্যাচ অর্থাৎ ঢাকা টেস্ট থেকে ছিটকে গেছেন তিনি।

চট্টগ্রাম টেস্টের চতুর্থ দিন করুনারত্নের ড্রাইভ থামাতে গিয়ে ডানহাতে চোট পান নাঈম। পঞ্চম দিন শেষে ব্যথা বেড়ে যাওয়ায় এর অফ স্পিনারের হাতে এক্স-রে করানো হয়। এক্সরেতে দেখা যায় নাঈমের আঙুল ভেঙে গেছে। যে কারণে ঢাকা টেস্টে এ ডানহাতি স্পিনারকে পাচ্ছে না বাংলাদেশ।

বৃহস্পতিবার (১৯ মে) গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মেডিক্যাল বিভাগ। সাগরিকায় প্রথম ইনিংসে ১০৫ রান দিয়ে ৬ উইকেট নেন নাঈম। এটি তার ক্যারিয়ারের সেরা বোলিং ফিগার। দ্বিতীয় ইনিংসে কোনো উইকেট না পেলেও তিনি এই টেস্টের মোস্ট ভ্যালুয়েবল ক্রিকেটার নির্বাচিত হয়েছেন।

এদিকে ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) ম্যাচে ক্যাচ নিতে গিয়ে আঙুল ফেঁটে যায় টাইগার স্পিনার মেহেদি হাসান মিরাজের। তার জায়গায় দলে নেওয়া হয় নাঈমকে। চট্টগ্রাম টেস্টে তিনি ছিলেন দলের সেরা বোলার।



আপনার মূল্যবান মতামত দিন: