ঢাকা | শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

মুশফিক-লিটনকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৪ মে ২০২২ ১০:০২

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৪ মে ২০২২ ১০:০২

মুশফিকুর রহিম ও লিটন দাসকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মিরপুর টেস্টের প্রথম দিনে মুশফিক আর লিটনের ব্যাটে ষষ্ঠ উইকেট জুটিতে বাংলাদেশের পক্ষে রেকর্ড ২৫৩ রানের জুটি গড়ে দিন শেষে অবিচ্ছিন্ন থাকেন তারা। দুজনেই তুলে নিয়েছেন সেঞ্চুরি।

লিটনের ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরির সময় বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন আইসিসি চেয়ারম্যান গ্রেগ বার্কলের সঙ্গে হেলিকাপ্টারে। দুদিনের সফরে বাংলাদেশে এসেছেন বার্কলে। তাকে নিয়ে যাচ্ছিলেন সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম দেখাতে। তখনই পাপনকে মেসেজ পাঠান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কিন্তু গত ম্যাচে অল্পের জন্য সেঞ্চুরি মিস করেছিলেন লিটন। ওই ভয়ে নাকি স্কোর দেখেননি বিসিবি সভাপতি।

আইসিসি চেয়ারম্যানকে নিয়ে হওয়া সংবাদ সম্মেলনে সোমবার (২৩ মে) তিনি বলেছেন, ‘আমি নিশ্চিত গ্রেগ চমকে গেছে এটা দেখে একটা দেশের প্রধানমন্ত্রী ক্রিকেট এতটা ভালোবাসে। এমনকি যখন আমরা হেলিকাপ্টারে ছিলাম। লিটন যেই মুহূর্তে সেঞ্চুরি করল, প্রধানমন্ত্রী আমাকে মেসেজ পাঠালেন লিটনকে অভিনন্দন জানিয়ে।’

‘আমি তো দেখতে ভয় পাচ্ছিলাম। কারণ আগেরবার লিটন অল্পের জন্য মিস করেছে। তাই দেখতে ভয় পাচ্ছিলাম। এরপর আপার দ্বিতীয় মেসেজ দেখলাম, মুশফিককে অভিনন্দন। এরপর অনেক মেসেজ পাঠিয়েছেন।’

দেশের প্রধানমন্ত্রীর ক্রিকেট নিয়ে এত আগ্রহ আইসিসি চেয়ারম্যানের জন্যও দারুণ অভিজ্ঞতা বলে মনে করেন বিসিবি সভাপতি, ‘দেখেন, এটা গ্রেগের জন্যও একটা অভিজ্ঞতা যে একটা দেশের প্রধানমন্ত্রী ক্রিকেট এতটা ভালোবাসেন। আমরা ক্রিকেট ভালোবাসি ও আরও ভালো ক্রিকেট খেলতে চাই।’



আপনার মূল্যবান মতামত দিন: