odhikarpatra@gmail.com ঢাকা | Monday, 20th October 2025, ২০th October ২০২৫

বিশাল সংগ্রহের পথে ভারত

Admin 1 | প্রকাশিত: ১০ February ২০১৭ ০৯:৫৩

Admin 1
প্রকাশিত: ১০ February ২০১৭ ০৯:৫৩

প্রথম ওভারে উইকেট পাওয়া বাংলাদেশকে মাশুল দিতে হচ্ছে সাদামাটা বোলিং-ফিল্ডিংয়ের। দুটি শত রানের জুটি গড়া ভারত রয়েছে বিশাল সংগ্রহের পথে। শতক করে ফিরে গেছেন মুরালি বিজয়। গত বছর তিনটি দ্বিশতক পাওয়া বিরাট কোহলি এরই মধ্যে পেয়েছেন শতক।

প্রথম দিনের খেলা শেষে ভারতের সংগ্রহ ৩ উইকেটে ৩৫৬ রান। কোহলি ১১১ ও অজিঙ্কা রাহানে ৪৫ রানে অপরাজিত।

প্রথম নতুন বলে দারুণ বোলিং করা তাসকিন আহমেদ ৫৮ রানে নিয়েছেন ১ উইকেট। রান দেওয়ার শতকের পথে আছেন মেহেদী হাসান মিরাজ ও কামরুল ইসলাম রাব্বি। আঁটসাঁট বোলিং করা তাইজুল ইসলাম ৫০ রানে নিয়েছেন ১ উইকেট। বোলারদের মধ্যে সবচেয়ে কম ওভার করা সাকিব আল হাসান ৪৫ রান দিয়ে উইকেটশূন্য।

প্রথম দিনের খেলা শেষে ভারতের সংগ্রহ ৩ উইকেটে ৩৫৬ রান। কোহলি ১১১ ও অজিঙ্কা রাহানে ৪৫ রানে অপরাজিত।

 



আপনার মূল্যবান মতামত দিন: