odhikarpatra@gmail.com ঢাকা | Monday, 27th October 2025, ২৭th October ২০২৫

ইছামতীর তীরে ''I Love Taki' লেখা সেলফি জোনের উদ্বোধন করলেন অভিনেত্রী-সাংসদ

odhikarpatra | প্রকাশিত: ২৯ May ২০২২ ০৮:১৯

odhikarpatra
প্রকাশিত: ২৯ May ২০২২ ০৮:১৯

টাকি পর্যটন কেন্দ্রের পরিচিতি বাড়াতে উদ্যেগী বসিরহাটের সাংসদ নুসরত জাহান।  ইছামতীর তীরে ''I Love Taki' লেখা সেলফি জোনের উদ্বোধন করলেন অভিনেত্রী-সাংসদ।  

ভারতের সীমান্তবর্তী ইছামতীর এক পাড়ে টাকি। অন্য পাড়ে বাংলাদেশ। টাকি পর্যটন কেন্দ্রে প্রতি বছরই রাজ্যের বিভিন্ন জায়গা থেকে মানুষ আসেন। শহরটিকে আরও আকর্ষণীয় করতে, এবার ইছামতীর ধারে বড় বড় অক্ষরে লেখা 'I Love Taki' সেলফি জোন উদ্বোধন করলে নুসরত জাহান । শনিবার এলাকায় যান অভিনেত্রী-সাংসদ। উপস্থিত ছিলেন এলাকার বিধায়ক, পুরপ্রধান-সহ স্থানীয় বাসিন্দারা

ইছামতীর বুকে নৌকা ভ্রমনের জন্য প্রতি বছরই বহু পর্যটন সেখানে ভিড় জমান। এছাড়া সেখানে রয়েছে, মিনি সুন্দরবন, ইকো ট্যুরিজম পার্ক-সহ বিভিন্ন বিনোদনের ব্যবস্থা। এবার নতুন সংযোজন  'I Love Taki'। নুসরাত জাহান বলেন, "এই পর্যটন কেন্দ্রে পর্যটকরা আসবেন। এই সেলফি জোনে ছবি তুলবেন। ছবি শেয়ার হবে। এতেই টাকি পর্যটন কেন্দ্রের সুনাম এবং পরিচিতি বাড়বে।’

 


আপনার মূল্যবান মতামত দিন: