ঢাকা | শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সানি লিওন ও মিয়া কালিফার ব্লুফিল্ম এ চেলেঞ্জ

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ১ এপ্রিল ২০১৮ ০০:৪৯

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ১ এপ্রিল ২০১৮ ০০:৪৯

ব্লুফিল্ম দেখতে এখন বিড়ম্বিত হবে দর্শকমহল ব্লুফিল্ম ওয়েবসাইটের কোনও অভাব নেই৷ আর এই সব ওয়েবসাইটে প্রবেশ করতে গেলে লাগে না কোনও ব্যক্তিগত ডেটা৷ কিন্তু এবার সেই দিন ফুরালো৷ লুকিয়ে পর্ন দেখার দিন এবার শেষ৷ এবার থেকে পর্নসাইটে প্রবেশ করতে হলে লাগবে ব্যক্তিগত তথ্য৷ ব্রিটেন সরকার সম্প্রতি এই সিদ্ধান্ত নিয়েছে৷ সেদেশের একটি সংবাদমাধ্যমে এই খবর প্রকাশ পেয়েছে৷ সেখানে প্রকাশিত তথ্য অনুযায়ী, ব্রিটেনের ৬৬ শতাংশ অ্যাডাল্ট অনলাইনে পর্নোগ্রাফি দেখে৷ একটি সমীক্ষায় এই তথ্য উঠে এসেছে৷

রিপোর্টে এও বলা হয়েছে, পর্নের উপর কঠোর ব্যবস্থা জারি করতে চলেছে ব্রিটেন৷ অ্যাডাল্ট ম্যাটেরিয়াল ব্রিটেনে বন্ধ হয়ে যাবে৷ তবে এর মানে এই নয় ব্রিটেনে পর্নোগ্রাফি দেখা বন্ধ হয়ে যাবে৷ এবার থেকে বয়স ভেরিফিকেশন করে তবে পর্নোগ্রাফি দেখার অনুমোদন মিলবে৷ যে বা যারা এবার থেকে পর্ন দেখতে চাইবে তাদের পাসপোর্ট নম্বর বা ড্রাইভিং লাইসেন্স নম্বর দিতে হবে৷ তবেই ঢোকা যাবে পর্ন সাইটে৷ এবছরের এপ্রিল থেকেই এটি চালু হয়ে যাবে৷ জানিয়েছে ব্রিটেন সরকার৷ এই তথ্য নেওয়া হচ্ছে যাতে ১৮ বছরের নিচে যাদের বয়স, তারা যেন কোনওভাবেই পর্ন সাইটে ঢুকতে না পারে৷ এছাড়া একটি এজ আইডি-ও চালু করা হয়েছে৷ লন্ডনে ইউরোপিয়ান সামিট চলাকালীন এই ঘোষণা হয়৷

লুকিয়ে পর্ন: এই এজ আইডি ভেরিফিকেশনটি সম্পূর্ণ মাইন্ডগ্রিকের আওতায় থেকে হবে৷ পর্নহাব, রেডটিউব ও ইউপর্নের উপর এটি জারি হবে৷ খুব শিগগিরই ডিজিটাল ইকোনমি ২০১৭-এর আওতায় এটি নথিভুক্ত হবে৷ ব্রিটিশ বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশনের নিয়মানুযায়ী এটি জারি হবে৷ কোনও ওয়েবসাইটে ঢুকতে গেলে ব্রিটেনের নিয়মানুসারে ‘ভেরিফাই মাই এজ’ করতে হবে৷ নিজের বয়স সেখানে দিলে পাশ বা ফেল দেখাবে৷ তারপরই প্রবেশ করা যাবে পর্নসাইটে৷ এছাড়া আর কোনও ব্যক্তিগত ইনফর্মেশন আপাতত লাগবে না বলেই জানানো হয়েছে৷



আপনার মূল্যবান মতামত দিন: