ঢাকা | সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু যশোরের বাঘারপাড়ায়

odhikarpatra | প্রকাশিত: ৩১ মে ২০২২ ০৫:৩৪

odhikarpatra
প্রকাশিত: ৩১ মে ২০২২ ০৫:৩৪

যশোরের বাঘারপাড়া উপজেলার শ্রীরামপুর গ্রামে আজ দুপুরে পানিতে ডুবে তিন জন শিশু মারা গেছে। 

মৃত শিশুরা হচ্ছে, শ্রীরামপুর গ্রামের হারুন মোল্লার মেয়ে তমা (৮), কামরুল ইসলামের মেয়ে সুমাইয়া (৯) ও সাঈদ মোল্লার ছেলে হুসাইন মোল্লা(৫)। 
এ ব্যাপারে জানার জন্য বাঘারপাড়া থানার ওসি ফিরোজ উদ্দিনের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, এই তিন শিশু সোমবার দুপুরে খেলা করার উদ্দ্যেশ্যে বাড়ি থেকে বের হয় । পরে তাদের খোঁজ না পেয়ে পরিবারের অন্য সদস্যরা বাড়ির চার পাশে খোঁজাখুঁজি করতে গিয়ে পাশের একটি পুকুর পাড়ে একজন শিশুর পায়ের স্যান্ডেল দেখতে পায়। 
পরে তারা পুকুরের পানিতে নেমে তাদের খোঁজাখুঁজি শুরু করলে প্রথমে এক জন শিশুকে পাওয়া যায়। পরে  আরো দু’শিশুকে উদ্ধর করে তিন জনকেই  হাসপাতালে নেয়া হলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। 
তিন শিশুর এই অকাল মৃত্যুর সংবাদে শ্রীরামপুর গ্রামে শোকের ছায়া বিরাজ করছে।



আপনার মূল্যবান মতামত দিন: