ঢাকা | Tuesday, 14th October 2025, ১৪th October ২০২৫

কিশোরগঞ্জে সড়ক দুর্ঘটনায় ১১ বছরের শিশুর মৃত্যু

odhikarpatra | প্রকাশিত: ৬ October ২০২৫ ২৩:৪৫

odhikarpatra
প্রকাশিত: ৬ October ২০২৫ ২৩:৪৫

কিশোরগঞ্জ, ৬ অক্টোবর ২০২৫ : জেলার করিমগঞ্জ উপজেলায় সোমবার বেলা সাড়ে ১১টার দিকে একটি ভয়াবহ সড়ক দুর্ঘটনায় রামিতা (১১) নামে এক শিশুর মৃত্যু ঘটে। ওই সময় সে সিএনজি-চালিত অটোরিকশায় পরিবারের সঙ্গে কিশোরগঞ্জ সদর থেকে বাড়ি ফেরার পথে ছিলেন।

দুর্ঘটনাটি ঘটেছে নিয়ামতপুর ইউনিয়নের সাকুয়া এলাকায়। বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক্টর অটোরিকশার সঙ্গে ধাক্কা দেয়। এতে রামিতা গুরুতর আহত হন। প্রথমে তাঁকে করিমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয় এবং পরে উন্নত চিকিৎসার জন্য শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে গেলে তিনি মারা যান।

নিহত রামিতা জেলার তাড়াইল উপজেলার কাজলা গ্রামের জহির আহমেদের মেয়ে এবং স্থানীয় একটি বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী। তাঁর চাচা মোশাহিদ জানান, তারা সকালে দাদার মৃতদেহ দেখতে গিয়েছিলেন। বাড়ি ফেরার পথে এ দুর্ঘটনায় পড়েন।

করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামছুল আলম সিদ্দিক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দুর্ঘটনায় ব্যবহৃত ট্রাক্টরটি জব্দ করা হয়েছে এবং ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

 



আপনার মূল্যবান মতামত দিন: