ঢাকা | রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

ফায়ার সার্ভিসের ৯ কর্মী নিহত সীতাকুন্ডে বিস্ফোরণের আগুনে

odhikarpatra | প্রকাশিত: ৬ জুন ২০২২ ০৭:২৩

odhikarpatra
প্রকাশিত: ৬ জুন ২০২২ ০৭:২৩

সীতাকুন্ডের বিএম কন্টেইনার ডিপোতে ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিকান্ডে ফায়ার সার্ভিসের ৯ কর্মী নিহত হয়েছেন। ৩ জন এখনো নিখোঁজ রয়েছেন।

আগ্রাবাদ ফায়ার সার্ভিসের বরাত দিয়ে সীতাকুন্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহাদাত হোসেন সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন। 
ইউএনও ৯ জনের মৃত্যুর খবর জানালেও পাঁচজনের পরিচয় সম্পর্কে নিশ্চিত হওয়া গেছে। এরা হলেন : মানিকগঞ্জের রানা মিয়া (২২), নোয়াখালীর আলাউদ্দিন (৩৫), কুমিল্লার মনিরুজ্জামান (৩০), খুলনার শাকিল তরফদার (২৪) ও রাঙামাটির মিঠু দেওয়ান (৫৫)। অপর চারজনের পরিচয় জানা যায়নি। তবে, নিখোঁজদের মধ্যে টিম লিডার কুমিল্লার ইমরান হোসেন মজুমদার (৩৫) ও সিরাজগঞ্জের শফিউল ইসলাম (২২) রয়েছেন বলে কুমিরা ফায়ার স্টেশনের কর্মীরা স্থানীয় সাংবাদিকদের জানিয়েছেন।



আপনার মূল্যবান মতামত দিন: