ঢাকা | শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

অভিবাসীদের গোপন তথ্য নিউইয়র্ক সিটির কাছে নেই

Admin 1 | প্রকাশিত: ১৮ জুন ২০১৭ ১৩:৫৫

Admin 1
প্রকাশিত: ১৮ জুন ২০১৭ ১৩:৫৫

নিউইয়র্ক সিটির আইডি-এনওয়াইসি কার্ডধারী অভিবাসীদের গোপন তথ্য বর্তমানে সিটির কাছে নেই। সিটি কর্তৃপক্ষ কাগজপত্রহীন অভিবাসীদের কার্ডের সব তথ্য মুছে ফেলেছে। তাই ট্রাম্প প্রশাসনের পক্ষে এসব অভিবাসীর গোপন তথ্য জানার সুযোগ নেই। নিউইয়র্ক সিটির মেয়র বিল ডি ব্লাজিও ৮ জুন রিগো পার্কের লস্ট ব্যাটালিয়ন হলে অনুষ্ঠিত এক বৈঠকে এ কথা জানিয়েছেন।
ডিস্ট্রিক্ট ২৯-এর কাউন্সিল মেম্বার ক্যারেন কসলোউইটজের আহ্বানে আয়োজিত এ বৈঠকে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন স্টেট সিনেটর টবি স্ট্যাভিস্কি, অ্যাসেম্বলিতে ডেভিড ওয়েস্টিন ও এন্ড্রু হ্যাভেসি, বরো প্রেসিডেন্ট মিলেন্দা কাট্জ প্রমুখ।
বৈঠকে নিজের বক্তব্য শেষে মেয়র উপস্থিত প্রতিনিধিদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন। বাংলাদেশ সোসাইটির সিনিয়র সহসভাপতি আবদুর রহিম হাওলাদার তাঁর কাছে জানতে চান, ‘আইডি-এনওয়াইসি’ প্রদানের সময় সিটি কর্তৃপক্ষ কাগজপত্রবিহীন অভিবাসীদের যেসব ব্যক্তিগত ও স্পর্শকাতর তথ্য সংগ্রহ করেছিল, সেগুলো ট্রাম্প প্রশাসন হস্তগত করে তা অভিবাসীদের বহিষ্কারের কাজে ব্যবহার করতে পারবে কি না?
জবাবে মেয়র ব্লাজিও বলেন, ‘সিটি কর্তৃপক্ষ অত্যন্ত সাবধানতার সঙ্গে আইডি কার্ড প্রদান করেছে। পরিচয়পত্র গ্রহণকারীর নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। এ বিষয়ে আমরা আমাদের নীতি পরিবর্তন করেছি। প্রথমত, আগের আইডির সব তথ্য মুছে ফেলা হয়েছে। সুতরাং কাগজপত্রহীন অভিবাসীদের গোপন তথ্য সিটির কাছে নেই। তাই ট্রাম্প প্রশাসনের পক্ষে সেগুলো জানার কোনো সুযোগ নেই। তা ছাড়া সরকারের পক্ষ থেকে এখন এমন কোনো তথ্য জানতে চাওয়া হয় না, যা অভিবাসীদের ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে।’
প্রশ্নোত্তরের আগে দেওয়া বক্তৃতায় মেয়র ব্লাজিও সিটির বাসিন্দাদের উদ্দেশে বলেন, ‘আপনাদের সমস্যার কথা জানতে এসেছি। আপনারা খোলামেলা কথা প্রশ্ন করতে পারেন।’ এ সময় তিনি সিটির আবাসন, শিক্ষা, স্বাস্থ্যসহ বিভিন্ন সমস্যা নিয়ে খোলামেলা আলোচনা করে সেগুলো নিরসনে সিটির গৃহীত পদক্ষেপ কমিউনিটির দুই শতাধিক প্রতিনিধির কাছে তুলে ধরেন। মেয়র বলেন, ইতিমধ্যে সিটিতে সব ধরনের অপরাধ আগের থেকে অনেক কমেছে। শিক্ষার সুযোগ বেড়েছে, ভবিষ্যতে আরও বাড়বে। নিম্ন আয়ের নগরবাসীর সুবিধার্থে দুই বছরের মধ্যে বাড়ি ভাড়া যাতে বাড়ানো না হয়, সে ব্যবস্থা গ্রহণ করা হবে।
বৈঠকে বাংলাদেশ সোসাইটির সাংস্কৃতিক সম্পাদক মণিকা রায় সোসাইটির উদ্যোগে ‘বাংলাদেশ ডে প্যারেড’ আয়োজনে সিটির সহযোগিতা চাইলে মেয়র সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করেন। বিভাগীয় কর্মকর্তারা এ বিষয়ে মণিকা রায়কে সহযোগিতার আশ্বাস দেন।
এ বৈঠকে বাংলাদেশি কমিউনিটির মধ্যে উপস্থিত ছিলেন যুব ডেমোক্র্যাট নেতা জয় চৌধুরী, অ্যাটর্নি সুমা সাঈদ, তৌহিদ আহমেদ, কণিকা দাস, ফারুক শাহীন প্রমুখ।



আপনার মূল্যবান মতামত দিন: