odhikarpatra@gmail.com ঢাকা | Thursday, 30th October 2025, ৩০th October ২০২৫

১১ বছরের মেয়েকে গলা কেটে হত্যার পর বাবারও আত্মহত্যার চেষ্টা

odhikarpatra | প্রকাশিত: ২১ June ২০২২ ০২:১৯

odhikarpatra
প্রকাশিত: ২১ June ২০২২ ০২:১৯

রংপুরের পীরগাছা উপজেলায় পারিবারিক বিরোধকে কেন্দ্র করে ১১ বছর বয়সী মেয়েকে জবাই করে হত্যার অভিযোগ ওঠেছে বাবা রশিদুল ইসলামের বিরুদ্ধে। কুপিয়ে আহত করেছেন সাত মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী জেসমিন আকতারকেও (৩২)। রশিদুল ইসলাম নিজেও বিষপানে আত্মহত্যার চেষ্টা করেছেন। আহতদের পীরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে

রবিবার (১৯ জুন) রাত ৮টার দিকে ইউনিয়নের মংলাকুঠি গ্রামে এই ঘটনা ঘটে।

পুলিশ জানায়, রশিদুল ইসলামের সঙ্গে স্ত্রী জেসমিনের পারিবারিক বিষয় নিয়ে ঝগড়া হয়। একপর্যায়ে স্ত্রীকে কুপিয়ে গুরুতর আহত করেন। এসময় ১১ বছর বয়সী মেয়ে স্থানীয় মংলাকুঠি মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী রাফিয়া আকতার তার মাকে রক্ষা করতে এগিয়ে এলে বাবা রশিদুল তাকেও ছোরা দিয়ে জবাই করে হত্যা করেন। এরপর তিনি নিজেই তার গলায় ছুরি লাগিয়ে ও বিষপান করে আত্মহত্যার চেষ্টা করেন। এলাকাবাসী তাকে আটক করে রাখেন ও আহত জেসমিনকে পীরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক ডা. সাফায়াত হোসেন জানান, জেসমিনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেওয়া হয়েছে।

পীরগাছা থানার ওসি সরেস চন্দ্র বলেন, ‘জেসমিন আকতারকে তার স্বামী কুপিয়ে হত্যা চেষ্টা চালিয়েছেন। মেয়েকে হত্যা করেছেন। তার স্ত্রীর অবস্থাও আশঙ্কাজনক।



আপনার মূল্যবান মতামত দিন: