ঢাকা | শনিবার, ১৮ মে ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১

স্ত্রীকে উত্যক্ত করার প্রতিবাদ করায় স্বামীকে মারধর

odhikarpatra | প্রকাশিত: ১৪ জুলাই ২০২২ ০৯:১৩

odhikarpatra
প্রকাশিত: ১৪ জুলাই ২০২২ ০৯:১৩

স্ত্রীকে উত্যক্ত করার প্রতিবাদ করায় স্বামীকে মারধর। 

মুন্সিগঞ্জ প্রতিনিধিঃ 

মুন্সিগঞ্জের সিরাজদিখানে স্ত্রীকে উত্যক্ত করার প্রতিবাদ করায় স্বামীকে মারধর করার অভিযোগ উঠেছে।  বুধবার (১৩জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার জৈনসার ইউনিয়নের খিলগাঁও গ্রামে এই ঘটনা ঘটে। এতে রাসেল বেপারী(৩৪) নামে এক ব্যক্তি গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে সিরাজদিখান  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।  

আহত রাসেল বেপারী বলেন, মতিউর রহমান শেখের ছেলে শ্যামল শেখ আমার স্ত্রীকে ৬ মাস ধরে কুপ্রস্তাব দিয়ে আসছে। এ বিষয়ে স্থানীয় গণ্যমান্যদের  জানালে বিচার করে শ্যামলকে আমার বাড়ির সামন দিয়ে যাতায়াত নিষেধ করে দেয়। শ্যামল সে কথা না শুনে আমার বাড়ির সামনে দিয়ে যাতায়াত করে। আমি বাধা প্রদান করলে ২ মাস আগে সে আমাকে একবার মারধোর করে। পরে স্থানীয়রা আমাদের  মীমাংসা করে দেয়। গত দুইদিন আগেও সে আমার স্ত্রীকে পুনরায় কুপ্রস্তাব দেয় আমি গতকাল তাকে এ বিষয়ে প্রতিবাদ করি। তার জের ধরে শ্যামল শেখ, সুমন শেখ, ইলিয়াস বেপারী, আনোয়ার শেখ, দিল ইসলাম মোল্লাসহ ৪/৫ জন মিলে আমাকে বেধড়ক মারধর করে। তারা আমার মাথায় আঘাত করে হাতে ও পিঠ বাঁশ দিয়ে পেটিয়ে মারাত্মক জখম করে।  

জৈনসার ইউপি সদস্য আবুল হোসেন বলেন, শ্যামল দীর্ঘদিন যাবত রাসেলের স্ত্রীকে বিভিন্নভাবে কুপ্রস্তাব দিয়ে আসছিল। এ বিষয়ে গত ২মাস আগে একটি মারামারির ঘটনায় আমরা স্থানীয়ভাবে বসে মীমাংসা করেছিলাম।তবে আজ শ্যামল নাকি রাসেল কে মারধর করেছে বিষয়টি  জানতে পেরেছি। 

সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ,কে,এম মিজানুল হক বলেন, বিষয়টি আমি অবগত হয়েছি এখনো অভিযোগ হয়নি অভিযোগ প্রাপ্তি সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।



আপনার মূল্যবান মতামত দিন: