ঢাকা | Sunday, 19th October 2025, ১৯th October ২০২৫

বছরের প্রথম সূর্যগ্রহণ কাল

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৯ April ২০২২ ২০:৪৭

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৯ April ২০২২ ২০:৪৭

এ বছরের প্রথম সূর্যগ্রহণ ঘটবে শনিবার। তবে এটি পূর্ণগ্রাস নয়, আংশিক সূর্যগ্রহণ বলে জানা গেছে। এবারের এ সূর্যগ্রহণ বাংলাদেশসহ এশিয়া থেকে দেখা যাবে না। এটি দেখা যাবে আর্জেন্টিনা, ব্রাজিল, পেরু, বলিভিয়া, উরুগুয়ে, আন্টার্কটিকা, ফকল্যান্ড থেকে। এ বছর ঘটবে দুটি সূর্যগ্রহণ। একটি হবে আগামীকাল, অন্যটি অক্টোবরে।

বিশ্বের নানা প্রান্ত থেকে দেখা যাবে সূর্যগ্রহণের দৃশ্য। এবারের প্রথম এ গ্রহণের সঙ্গে আরও এক বিরল মহাজাগতিক ঘটনা ঘটবে। সেটি হল 'ব্ল্যাক মুন'। নাসা জানায়, এ ব্ল্যাক মুনই এবারে সূর্যকে ঢাকবে।

খুব বিরল এক মহাজাগতিক ঘটনা 'ব্ল্যাক মুন' । তবে গেল বছর এ ঘটনার মুখোমুখি আমরা হইনি। মহাকাশবিদদের কেউ একে বলেন, নিউ মুন, কেউ বলেন কোনো এক অ্যাস্ট্রোনমিক্যাল সিজনের থার্ড মুন, একই ক্যালেন্ডার মান্থে এটিকে সেকেন্ড নিউ মুনও বলেন।

৩০ এপ্রিল রাত ১২টা ১৫ মিনিটে গ্রহণ শুরু হয়ে চলবে মধ্যরাত পর্যন্ত। সূত্র : জিনিউজ



আপনার মূল্যবান মতামত দিন: