odhikarpatra@gmail.com ঢাকা | Thursday, 15th January 2026, ১৫th January ২০২৬

৪১ কোটি জনসংখ্যা কমবে ভারতে!

অধিকার পত্র প্রতিবেদক | প্রকাশিত: ২৪ July ২০২২ ২০:০১

অধিকার পত্র প্রতিবেদক
প্রকাশিত: ২৪ July ২০২২ ২০:০১

জাতিসংঘের জনসংখ্যা বিভাগের সর্বশেষ প্রতিবেদন বলছে, আগামী ৭৮ বছরে প্রায় ৪১ কোটি জনসংখ্যা হারাতে চলেছে ভারত।

অন্য দিকে  আমেরিকার স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের এক গবেষণায় দাবি করা হয়েছে, ভারতের জনসংখ্যার এই ব্যাপক সঙ্কোচন কোনো প্রতিষেধক নয়। বরং গবেষকদের মতে, কোনো দেশের জনসংখ্যার বৃদ্ধি নেতিবাচক হয়ে গেলে সেই দেশের জ্ঞান এবং জীবনযাত্রার মানও স্থবির হয়ে যায়। ধীরে ধীরে অবলুপ্তির দিকে এগিয়ে যায় ওই জনগোষ্ঠী।সমম্প্রতি ২০২৭ সালের মধ্যে জনসংখ্যার দিক দিয়ে চীনকে ছাড়িয়ে বিশ্বের সবচেয়ে জনবহুল দেশে পরিণত হবে।  এমনটি জানিয়েছে জাতিসংঘ।

সূত্র: টিভি৯বাংলা



আপনার মূল্যবান মতামত দিন: