odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 2nd January 2026, ২nd January ২০২৬

কোপার ফাইনালে ব্রাজিল

অধিকার পত্র প্রতিবেদক | প্রকাশিত: ২৭ July ২০২২ ১৮:২৮

অধিকার পত্র প্রতিবেদক
প্রকাশিত: ২৭ July ২০২২ ১৮:২৮

আগের দিন চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা সেমিফাইনালে হেরে বিদায় নিয়েছে, ব্রাজিলের সামনে রেকর্ড অষ্টম শিরোপার পথ তাতে কিছুটা হলেও মসৃণ হয়েছে।

তবে সেজন্য আগে প্যারাগুয়েকে টপকে ফাইনাল নিশ্চিত করাটা ছিল জরুরি। কোপা আমেরিকা ফেমেনিনায় নিজেদের সেমিফাইনালে পা হড়কায়নি ব্রাজিল, র‌্যাঙ্কিংয়ে নিজেদের চেয়ে ৪১ ধাপ পিছিয়ে থাকা প্যারাগুয়েকে ২-০ ব্যবধানে রেকর্ড নবমবারের মতো ফাইনালে উঠেছে তারা।



আপনার মূল্যবান মতামত দিন: