ঢাকা | শনিবার, ১৮ মে ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১

মরা ইছামতি বর্ষার পানীতে প্রাণ ফিরে পেয়েছে।

odhikar patra | প্রকাশিত: ২০ আগস্ট ২০২২ ০৮:৫৮

odhikar patra
প্রকাশিত: ২০ আগস্ট ২০২২ ০৮:৫৮

দীর্ঘ দিন আগেই মরে গেছে মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার ইছামতি শাখা নদী। চলতি বর্ষা মৌসুমে পানিতে পেট ভরেছে মরে যাওয়া এই ইছামতি নদীর। তাই বড় বড় নৌ-যান চলাচল করছে হুইসেল বাজিয়ে। তবে গত দুই তিন ধরে কমতে শুরু করেছে বর্ষার পানি। বর্ষা শেষে আবারও মরে যাবে ঐতিহ্যবাহী ইছামতি নদী। স্থানীয় কৃষকদের দীর্ঘদিনের দাবী নদীটি খননের । নদীটি খনন করা হলে এই অঞ্চলের কৃষকদের রবিশস্য, মৎস্যচাষ, সবজি চাষসহ আর্থসামাজিক উন্নয়ন , নদীর পানি থেকে কৃষিকাজে সেচ ব্যবস্থার কারণে ফসল উৎপাদনে সুবিধা পাবে চাষিরা।

ছবিটি আজ ১৯ আগস্ট শুক্রবার ইছামতি শাখা নদীর তালতলা-সিরাজদিখান নৌপথের ফুরশাইল এলাকা থেকে ছবিটি  তুলেছেন স্টাফ রিপোর্টার মো.আহসানুল ইসলাম আমিন ।



আপনার মূল্যবান মতামত দিন: