odhikarpatra@gmail.com ঢাকা | Sunday, 26th October 2025, ২৬th October ২০২৫
মুন্সীগঞ্জে টঙ্গীবাড়ি উপজেলার পশ্চিম ধামারণ বিলে বজ্রপাতে

শাপলা তুলতে গিয়ে একই পরিবারের ৩ জনের মৃত্যু ॥ আহত ১

odhikarpatra | প্রকাশিত: ১১ September ২০২২ ০৭:৫০

odhikarpatra
প্রকাশিত: ১১ September ২০২২ ০৭:৫০

মুন্সীগঞ্জ জেলার টঙ্গীবাড়ি উপজেলার পশ্চিম ধামারণ বিলে শাপলা তোলার সময় বজ্রপাতে একই পরিবারের ৩ শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া বজ্রপাতে অপর ১ শিশু আহত হয়েছে। 

জানাগেছে, শনিবার দুপুরে শাপালা তোলার সময় বজ্রপাতে মামা রবিউল হাসান (১৬), ভাগ্নি সানজিদা আক্তার (৯) এবং ভাগ্নে লামিম হোসেন (১২) পানিতে ডুবে যায়। তীরে থাকা সিফাত হোসেনের (১৫) পা সমান্য পুড়ে যায়। সিফাত আহত অবস্থায় দৌড়ে বাড়িতে এসে খবর জানালে স্বজনরা তাদের উদ্ধার করে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। 
মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. এএসম ফেরদৌস জানান, বজ্রপাতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়েছে। তবে তাদের শরীরের পুড়ে যাওয়ার কোন চিহ্ন পওয়া যায়নি। এ ঘটনায় স্বজনদের আহাজারিতে হাসপাতাল এলাকায় শোকের ছায়া নেমে আসে।
টঙ্গীবাড়ির দিঘিরপাড় পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. শাহ আলম বলেন, অসচেতনতা আর অবহেলার কারণেই এমন করুণ মৃত্যু হয়েছে। বৃষ্টি বাদলের মধ্যে শিশুদের কোনভাবেই বিলে যেতে দেয়া ঠিক হয়নি।



আপনার মূল্যবান মতামত দিন: