
তৃতীয় ও শেষ ওয়ানডেতে ভারতীয় স্পিনারদের সামনে অসহায় আত্মসমর্পন করে সিরিজ হারলো সফরকারী দক্ষিণ আফ্রিকা। শেষ ম্যাচে ভারতের কাছে ৭ উইকেটে হার মানে প্রোটিয়ারা। ফলে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে জিতেছে ভারত।
দিল্লিতে প্রথমে ব্যাট হাতে নেমে ভারতীয় বোলিং দাপটে মাত্র ৯৯ রানে অলআউট হয় দক্ষিণ আফ্রিকা। ভারতের বিপক্ষে এটিই দক্ষিণ আফ্রিকার সর্বনি¤œ স্কোর।
বল হাতে ভারতের তিন দুই স্পিনার কুলদীপ যাদব, ওয়াশিংটন সুন্দর ও শাবাজ আহমেদ ভাগাভাগি করে ৮ উইকেট নেন।
৪ দশমিক ১ ওভার বল করে ১৮ রানে ৪ উইকেট নিয়ে ভারতের সেরা বোলার কুলদীপ। সুন্দর ১৫ রানে ও শাহবাজ ৩২ রানে ২টি করে উইকেট নেন। পেসারদের মধ্যে শুধুমাত্র মোহাম্মদ সিরাজই উইকেটের দেখা পান। ১৭ রানে ২ উইকেট নিয়েছেন তিনি।
দক্ষিণ আফ্রিকার মাত্র তিন ব্যাটার দুই অংকের কোটা স্পর্শ করতে পারেন। হেনরিচ ক্লাসেন ৩৪, জানেমান মালান ১৫ ও মার্কো জানসেন ১৪ রান করেন।
১০০ রানের সহজ টার্গেট স্পর্শ করতে গিয়ে ৬ ওভারে ৪২ রান তোলেন ভারতের দুই ওপেনার অধিনায়ক শিখর ধাওয়ান ও শুভমান গিল। এরমধ্যে মাত্র ৮ রান অবদান ছিলো ধাওয়ানের। হাফ-সেঞ্চুরির দোড়গোড়ায় গিয়ে আউট হন গিল। ৮টি চারে ৫৭ বলে ৪৯ রান করেন তিনি।
তিন নম্বরে নামা ইশান কিশান ১০ রানে বিদায় নিলে, ভারতের জয় নিশ্চিত করেন আগের ম্যাচের সেঞ্চুরিয়ান শ্রেয়াস আইয়ার ও সঞ্জু স্যামসন। ২০তম ওভারের প্রথম বলে ছক্কা মেরে ১৮৫ বল বাকী থাকতে দলের জয় নিশ্চিত করেন আইয়ার।
আইয়ার ২৩ বলে ২৮ ও স্যামসন ২ রানে অপরাজিত থাকেন।
ওয়ানডের আগে এই সফরে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ২-১ ব্যবধানে জিতেছিলো ভারত
আপনার মূল্যবান মতামত দিন: