ঢাকা | শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

পিরোজপুরে বাল্যবিয়ে নিরোধ কমিটির সভা অনুষ্ঠিত

odhikarpatra | প্রকাশিত: ১৪ নভেম্বর ২০২২ ০৮:১৭

odhikarpatra
প্রকাশিত: ১৪ নভেম্বর ২০২২ ০৮:১৭

 ‘‘আর নয় বাল্য বিয়ে, এগিয়ে যাই স্বপ্ন নিয়ে’’ শীর্ষক সেøাগান দিয়ে পিরোজপুরে আজ দুপুর ১২টায় জেলা বাল্য বিয়ে নিরোধ কমিটির এক সভা অনুষ্ঠিত হয়। 

শহীদ আব্দুর রাজ্জাক- সাঈফ মিজান স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত এ সভায় অতিরিক্ত জেলা প্রশাসন সার্বিক মনিরা পারভীন  সভপতিত্ব করেন। এতে  প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমান পিপিএম সেবা। এ সভায় অন্যান্যের মধ্যে প্যানেল মেয়র মোঃ আব্দুল হাই, সাংবাদিক গৌতম চৌধুরী, মঠবাড়িয়া উপজেলা নির্বাহী অফিসার উর্মী ভৌমিক, জেলা ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক গোলাম মাওলা নকীব বক্তব্য রাখেন।  প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন ২০৪১ সালের মধ্যে বাল্য বিয়ে পুরোপুরি নির্মূল করতে হলে আমাদের সকলের একযোগে কাজ করতে হবে। তিনি বলেন বাল্য বিয়ে নিরোধে জনসচেতনতা সৃষ্টির পাশাপাশি আইন প্রয়োগও করা হচ্ছে। আপনারা বাল্যবিয়ের আয়োজনের খবর শুনলে তাৎক্ষণিকভাবে আমাকে অথবা উপজেলা নির্বাহী অফিসারদের জানাবেন। তিনি বলেন আসুন, আমরা সবাই মিলে বাল্যবিয়ের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলি ও সোচ্চার হই।



আপনার মূল্যবান মতামত দিন: