odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 2nd January 2026, ২nd January ২০২৬

সিরাজদিখানে বিজয় দিবস ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

odhikar patra | প্রকাশিত: ২৬ November ২০২২ ০৮:৪৭

odhikar patra
প্রকাশিত: ২৬ November ২০২২ ০৮:৪৭

মুন্সিগঞ্জ প্রতিনিধি:

'খেলাধুলায় বাড়ে বল মাদক ছেড়ে খেলতে চল'এ শ্লোগানে মুন্সিগঞ্জের সিরাজদিখানে বিজয় দিবস ক্রিকেট টুর্নামেন্ট-২০২২ এর শুভ উদ্বোধন করা হয়েছে ।

শুক্রবার ২৫ নভেম্বর সকাল ১১ টায় উপজেলার ইছাপুরা ইউনিয়নের লাল বাড়ী মাঠে লাল বাড়ী যুব সংঘের আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শরিফুল আলম তানভীর। খেলা পায়ড়া উড়িয়ে উদ্বোধন করেন বাংলাদেশ মানবাধিকার উন্নয়ন কমিশনের মুন্সিগঞ্জ জেলার সভাপতি ও প্রধান পৃষ্ঠপোষক এ এন এম হুমায়ন কবির সাগর।

এ টুনামেন্টে মোট ৮ টি দল অংশগ্রহণ করবে। উদ্বোধনী খেলায় অংশগ্রহণ করে লিজেন্ড অব লালবাড়ি দল ও মেগনেট অব লালবাড়ি দল। মেগনেট অব লালবাড়ি দলকে ৬ উইকেটের পরাজিত করে লিজেন্ড অব লালবাড়ি দল বিজয়ী হয়। লাল বাড়ী যুব সংঘের সাধারণ সম্পাদক মঞ্জুরুল ইসলাম রানার সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ইছাপুরা ইউনিয়ন যুবলীগের সভাপতি সুখন চৌধুরী, মিরাজ প্রমুখ।

 



আপনার মূল্যবান মতামত দিন: