ঢাকা | মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২

স্পেনকে বিদায় করে ইতিহাস গড়ে শেষ আটে মরক্কো

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ৭ ডিসেম্বর ২০২২ ১৫:৪৭

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ৭ ডিসেম্বর ২০২২ ১৫:৪৭

পুরো ম্যাচেই বলের দখল নিয়ে লড়াই করেন দুই দলের খেলোয়াড়রা। কিন্তু কোনো দলই শেষ করতে পারেনি। গোলশূন্য ড্র হলে ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। সেই পর্বেও একই অবস্থা।

কোনো দলই গোল করতে পারেনি। তাই শেষ আট দল নির্ধারণ করতে পেনাল্টি শুটআউটের আশ্রয় নিতে হয়েছে। যাতে মরক্কো ৩-০ গোলে জিতে শেষ আটে নিশ্চিত করে। প্রথমবারের মতো বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উঠেছে তারা।

এডুকেশন সিটি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে ৫টি পরিবর্তন এনেছে লুইস এনরিকের স্পেন। শুরু থেকেই তারা চেনা শর্ট পাস খেলেছে। বেশিরভাগ সময় তাদের হাতে বল ছিল। কিন্তু উল্লেখযোগ্য সুযোগ সৃষ্টি করতে পারেনি। একাদশ মিনিটে ফ্রি কিক পায় মরক্কো। কিন্তু আশরাফ হাকিমির শট চলে যায় ক্রসবারের ওপর দিয়ে। ৩৩তম মিনিটে বক্সের বাইরে থেকে মরক্কোর মাসাভির জোরালো শট রুখে দেন স্পেনের গোলরক্ষক উনাই সাইমন।

বিরতির আগে সোফিয়ান বাউফলের ক্রস থেকে নায়েফ এগারদের হেডার ক্রসবারের ওপর দিয়ে উড়ে যায়। প্রথমার্ধে স্পেন গোলে শট নিতে পেরে ছিল, সেটাও অফ টার্গেটে! বিশ্বকাপের প্রথমার্ধে সবচেয়ে কম শট নেওয়ার রেকর্ড এটি তাদের। এভাবেই গোলশূন্য প্রথমার্ধ শেষ হয়। দ্বিতীয়ার্ধও প্রথমার্ধের মতোই। ম্যাচ অতিরিক্ত সময়ে গেলেও গোল হয়নি। শেষ পর্যন্ত পেনাল্টি শুটআউটে নির্ধারিত হয় মরক্কোর ভাগ্য।

টাইব্রেকারে সারাবিয়ার শট পোস্টে লেগে কার্লোস সল ও সার্জিও বুসকেটসকে বাঁচান মরক্কোর গোলরক্ষক বোনো। স্পেন গোলরক্ষক উনাই সিমিওনেও একটি গোল বাঁচান। মাদ্রিদে জন্ম নেওয়া আশরাফ হাকিমি চতুর্থ শটে স্প্যানিশ জালে বল পাঠালে উল্লাসে ফেটে পড়ে মরক্কো। এর আগে মাত্র একবার বিশ্বকাপের নক আউট পর্বে খেলেছে তারা। উত্তর আফ্রিকার দেশটি 1986 সালের টুর্নামেন্টের শেষ ষোলোতে জার্মানির বিপক্ষে ১-০ গোলে হেরে ছিল।



আপনার মূল্যবান মতামত দিন: