odhikarpatra@gmail.com ঢাকা | Wednesday, 10th December 2025, ১০th December ২০২৫

চট্টগ্রামে ডেঙ্গুতে ২ জনের মৃত্যু

odhikarpatra | প্রকাশিত: ২৭ December ২০২২ ০৬:১৬

odhikarpatra
প্রকাশিত: ২৭ December ২০২২ ০৬:১৬

চট্টগ্রাম, ২৬ ডিসেম্বর, ২০২২  : চট্টগ্রামে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সাবরিনা সুলতানা (২১) ও আব্দুল গণি (৯০) নামে দুইজনের মৃত্যু হয়েছে। এই নিয়ে চলতি বছর চট্টগ্রামে ডেঙ্গুতে মারা গেছেন ৪০ জন। সোমবার (২৬ ডিসেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন জেলা সিভিল সার্জন কার্যালয়। সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, ডেঙ্গু উপসর্গ নিয়ে সাবরিনা সুলতানা চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ২২ ডিসেম্বর ভর্তি হন। চারদিন পর ২৬ ডিসেম্বর তিনি মারা যান। অন্যদিকে আব্দুল গণি ২৪ ডিসেম্বর ভর্তি হন চমেক হাসপাতালে। তিনিও সোমবার (২৬ ডিসেম্বর) মারা যান। এদিকে গত ২৪ ঘন্টায় নতুন করে আরও ৩০ জনের দেহে ডেঙ্গু শনাক্ত হয়েছে। বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছেন ৩৮ জন। চলতি বছর সর্বমোট ৫ হাজার ৩৯৭ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন।



আপনার মূল্যবান মতামত দিন: