odhikarpatra@gmail.com ঢাকা | Tuesday, 28th October 2025, ২৮th October ২০২৫

বশেমুরবিপ্রবি'তে প্রথমবার ন্যাশনাল ফটোগ্রাফি এক্সিবিশন অনুষ্ঠিত

odhikarpatra | প্রকাশিত: ৩০ December ২০২২ ০৬:৩৯

odhikarpatra
প্রকাশিত: ৩০ December ২০২২ ০৬:৩৯

বশেমুরবিপ্রবি প্রতিনিধিঃ গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছে ন্যাশনাল ফটোগ্রাফি এক্সিবিশন। এই এক্সিবিশনের আয়োজনে ছিলো বশেমুরবিপ্রবি ফটোগ্রাফিক সোসাইটি। ২৭ ডিসেম্বর সকালে ন্যাশনাল ফটোগ্রাফি এক্সিবিশন-২০২২ এর উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ে প্রক্টর ড. মো. কামরুজ্জামান। এক্সিবিশনটি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনের মাঠে অনুষ্ঠিত হয়। সকাল ৯ টায় শিক্ষক-শিক্ষার্থী ও আগত দর্শনার্থীদের জন্য এক্সিবিশন উন্মুক্ত করে দেওয়া হয় যা সন্ধ্যা ৬ টা পর্যন্ত চলে। এ সময় আগত দর্শনার্থীরা প্রদর্শনীতে স্থান পাওয়া আলোকচিত্র গুলোর ভূয়সী প্রশংসা করেন। এক্সিবিশনে সারাদেশ থেকে ১৫০০ এর বেশি ছবি জমা পড়ে, সেখান থেকে প্রাথমিকভাবে রেজিষ্ট্রেশন এর উদ্দেশ্যে ডিএসএলআর প্লাস ড্রোন ক্যাটাগরিতে ৭৫ টি এবং মোবাইল ক্যাটাগরিতে ১০০ টি ছবি সিলেক্ট করা হয়। এরপর বিজ্ঞ বিচারকের সূক্ষ্ম বিশ্লেষণের মাধ্যমে ৭২টি ছবি প্রদর্শনীর জন্য নির্বাচিত হয়। এক্সিবিশনে বিচারক হিসেবে ছিলেন ন্যাচার ও লাইফস্টাইল বিষয়ক ফটোগ্রাফার আশরাফুল ইসলাম শিমুল। উক্ত এক্সিবিশনে ডিএসএলআর প্লাস ড্রোন এবং মোবাইল ক্যাটাগরিতে পুরস্কার দেওয়া হয়। ডিএসএলআর প্লাস ড্রোন ক্যাটাগরিতে বিজয়ী হন সাব্বির রহমান ইমন ও রানার্সআপ হন মাহমুদুল হাসান জায়েদ। মোবাইল ক্যাটাগরিতে বিজয়ী হন আজমীর হক মিশন ও রানার্সআপ হন রিয়াজ হোসাইন। বশেমুরবিপ্রবি ফটোগ্রাফিক সোসাইটির সাধারণ সম্পাদক রুবেল শিকদার বলেন, "দ্য প্রাইড ওফ ভিক্টরি স্লোগান নিয়ে ন্যাশনাল ফটোগ্রাফিক এক্সিবিশন-২০২২ সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। ফটোগ্রাফিক সোসাইটির সকল সদস্যের পরিশ্রমে এটা সম্পন্ন হয়েছে, সবার প্রতি কৃতজ্ঞতা। আলো ও আলোর কারসাজি কাজে লাগিয়ে সৃষ্টি হয় ফটোগ্রাফি নামক শিল্পের। ফটো শিল্পীরা তার দৃষ্টি থেকে খুঁজে নেয় ক্ষুদ্র কিছু ফ্রেম। বশেমুরবিপ্রবি ফটোগ্রাফিক সোসাইটি সেই ফ্রেম গুলোকে ছড়িয়ে দেওয়ার একটি প্লাটফর্ম। সেই প্লাটফর্মের আজকের আয়োজনে যারা বিজয়ী হয়েছেন সবার জন্য শুভকামনা থাকবে"।



আপনার মূল্যবান মতামত দিন: