odhikarpatra@gmail.com ঢাকা | Sunday, 11th January 2026, ১১th January ২০২৬

সাম্য হত্যার সুষ্ঠু বিচার না করলে প্রয়োজনে যমুনার উদ্দেশে রওনা দিব': ছাত্রদল

odhikarpatra | প্রকাশিত: ২০ May ২০২৫ ২৩:০৭

odhikarpatra
প্রকাশিত: ২০ May ২০২৫ ২৩:০৭

ইবি প্রতিনিধি

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সহ-সভাপতি জহির রায়হান আহমেদ বলেন, ঢাবির শাহরিয়ার আলম সাম্য হত্যার সুষ্ঠু তদন্ত করে বিচার করতে না পারলে ছাত্রদল বসে থাকবে না। প্রয়োজনে যমুনার উদ্দেশে রওয়ানা হবে।

মঙ্গলবার (২০ মে) রাত ৯ টায় ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) সাম্য হত্যার বিচারের দাবিতে শাখা ছাত্রদলের মশাল মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশ এ কথা বলেন তিনি।

এসময় শাখা ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ ও সদস্য সচিব মাসুদ রুমি মিথুন সহ সংগঠনটির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এ মশাল মিছিলে তাদের "খুন হয়েছে আমার ভাই, ঘরে থাকার সময় নাই", "তুমি কে আমি কে সাম্য সাম্য", "আমার ভাই মরলো কেনো ইন্টেরিম জবাব দে", "আমার ভাই মরলো কেনো প্রশাসন জবাব দে" ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়।

প্রতিবাদ সমাবেশ তিনি আরো বলেন, ‘সাম্য হত্যার আজকে ৭ দিন হয়ে গেছে। তবুও ইন্টেরিম কোনো পদক্ষেপ নিতে পারেনি। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন উদাসীনতার পরিচয় দিয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তার ব্যাপারে এর আগেও আমরা প্রশ্ন তুলেছি। সমাধান হয়নি। তারই পরিণতিতে সন্ত্রাসীর দ্বারা ছাত্রদলের কর্মীকে হত্যার শিকার হতে হয়েছে।

তিনি বলেন, তিনজনকে আটক করেছে কিন্তু তারা আদৌও জড়িত কিনা এখনও স্পষ্ট করেনি ইন্টেরিম সরকার।

তিনি হুশিয়ারি দিয়ে বলেন, ‘ছাত্রদল চরম ধৈর্য্যের পরিচয় দিয়ে যাচ্ছে। যদি ছাত্রদল চাই তাহলে ২৪ ঘণ্টার মধ্যে সারা বাংলাদেশ অচল করে দিতে পারে।’


মো. সামিউল ইসলাম
ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া



আপনার মূল্যবান মতামত দিন: