ঢাকা | রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২
বঙ্গবন্ধু পরিষদের

মহামান্য রাষ্ট্রপতিকে জন্মদিনের শুভেচ্ছা

odhikarpatra | প্রকাশিত: ২ জানুয়ারী ২০২৩ ০৫:৫৩

odhikarpatra
প্রকাশিত: ২ জানুয়ারী ২০২৩ ০৫:৫৩

১৭ পৌষ ১৪২৯, ১ জানুয়ারি ২০২৩ ঃ বঙ্গবন্ধু পরিষদের পক্ষ থেকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ২১তম মহামান্য রাষ্ট্রপতি মো. আবদুল হামিদকে তাঁর ৮০তম জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছি। দেশের সর্বোচ্চ পুরষ্কার স্বাধীনতা পুরষ্কারে ভূষিত এই নেতা দেশের দীর্ঘতম সময়ব্যাপী রাষ্ট্রপতি পদে আসীন রয়েছেন। তিনি দেশের ইতিহাসে সর্বোচ্চ সাত বার জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হয়েছেন। ১৯৭০ সালে বঙ্গবন্ধুর মনোনয়নে তিনি পাকিস্তান জাতীয় পরিষদের নির্বাচনে বিজয়ী হয়ে সর্বকনিষ্ঠ সদস্য হিসেবে পরিচিতি পান। তিনি জাতীয় সংসদে পরপর দুই বার স্পিকারের দায়িত্ব পালন করেন। ১৯৫৯ সালে আইউব খানের সামরিক শাসনের সময়ে ছাত্রলীগে যোগদানের মধ্য দিয়ে তিনি তাঁর রাজনৈতিক জীবন শুরু করেন। তিনি একটানা ৩৭ বছর কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি ছিলেন। সুগভীর দেশপ্রেম, সুদীর্ঘকালের রাজনৈতিক অভিজ্ঞতা, সরল জীবন-যাপন ও তীব্র রসবোধসম্পন্ন এই ব্যক্তিত্ব আরো দীর্ঘকাল সুস্থ শরীরে রাজনীতিতে সক্রিয় থাকুন, তাঁর আজকের এই জন্মদিনে এটাই আমাদের আন্তরিক প্রত্যাশা।

জয় বাংলা। জয় বঙ্গবন্ধু।

অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক সভাপতি (ভারপ্রাপ্ত)

  ও

অধ্যাপক আ ব ম ফারুক সাধারণ সম্পাদক

"বঙ্গবন্ধু পরিষদ "



আপনার মূল্যবান মতামত দিন: