
৫৮২ দিন। ৮৮ ম্যাচ। ৬ ট্রফি!
অন্য কোচদের জন্য রীতিমতো ঈর্ষায় জ্বালিয়ে-পুড়িয়ে মারার মতো পরিসংখ্যান! পরিসংখ্যানটা জিনেদিন জিদানের।
গত বছরের জানুয়ারিতে যখন রিয়াল মাদ্রিদের ডাগআউটে এলেন, তাঁকে ঘিরে অনেক উচ্চাশার সমান্তরালে কিছু সংশয়ও ছিল। কী করতে পারবেন জিদান? আদৌ পারবেন চাপটা সামলাতে? তাঁর খেলোয়াড়ি জীবনের স্মৃতিগুলোয় আবার না কালিমা পড়ে কোচিংয়ে এসে! সব শঙ্কার উত্তর ওপরের পরিসংখ্যান। ২০ মাস এখনো পুরো হয়নি, এরই মধ্যে সম্ভাব্য ৮টি ট্রফির ৬টিই জিতেছেন ফ্রান্সের ফুটবল কিংবদন্তি।
আপনার মূল্যবান মতামত দিন: