ঢাকা | মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২

কষ্টের জয় বসুন্ধরার,মোহামেডানের বিপক্ষে

sabuj | প্রকাশিত: ৪ ফেব্রুয়ারি ২০২৩ ০৮:১১

sabuj
প্রকাশিত: ৪ ফেব্রুয়ারি ২০২৩ ০৮:১১

ঢাকা ০৩/০২/২৩ : বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) অষ্টম রাউন্ডে ঐতিহ্যবাহী মোহামেডান স্পোর্টিং ক্লাবের বিপক্ষে কষ্টের জয় পেয়েছে হ্যাটট্রিক চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস। অন্যদিকে চট্টগ্রাম আবাহনীকেনবাগত ফর্টিস এফসি রুখে দিয়েছে । শুক্রবার নিজেদের অষ্টম ম্যাচে বসুন্ধরা কিংস ১-০ গোলে হারায় মোহামেডানকে, কুমিল্লার ভাষা শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে। বিজয়ী দলের হয়ে একমাত্র গোলটি করেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ডরিয়েলটন গোমেজ, ম্যাচের যোগকরা সময়ে।

আক্রমণ-পাল্টা আক্রমণে খেলা চললেও দু’দল নিজেদের রক্ষণভাগ জমাট রাখায় নির্ধারিত সময়ে (৯০ মিনিট) গোল হয়নি। প্রথমার্ধ গোলশূন্য থাকায় দ্বিতীয়ার্ধের শুরু থেকেই গোল পেতে মরিয়া ছিল দু’দল। ম্যাচটি যখন নির্ঘাত ড্র’র দিকে যাচ্ছিলো তখন হঠাৎ করেই ডরিয়েলটন চিত্র পাল্টে দেন। নির্ধারিত ৯০ মিনিট আটকে রাখার পর ম্যাচের যোগকরা সময়ে (৯০+৫মিনিট) বাঁ প্রান্ত দিয়ে রবসন রবিনহোর কর্ণার বক্সে পেয়ে দারুণ হেডে লক্ষ্যভেদ করেন ডরিয়েলটন (১-০)। তার এ গোলেই স্বপ্নভঙ্গ হয় মোহামেডানের।



আপনার মূল্যবান মতামত দিন: