odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 2nd January 2026, ২nd January ২০২৬

ডি মারিয়ার হ্যাটট্রিকে ইউরোপা লিগের শেষ ষোলয় জুভেন্টাস

odhikarpatra | প্রকাশিত: ২৫ February ২০২৩ ০৮:২৫

odhikarpatra
প্রকাশিত: ২৫ February ২০২৩ ০৮:২৫

প্যারিস, ২৪ ফেব্রুয়ারি ২০২৩  : আর্জেন্টাইন উইঙ্গার অ্যাঞ্জেল ডি মারিয়ার হ্যাটট্রিকে ইউরোপা লিগের প্লে অফে গতকাল নতেঁর বিপক্ষে ৩-০ গোলের জয় পেয়েছে জুভেন্টাস। এই জয়ে দুই লেগে ৪-১ গোলে এগিয়ে থেকে টুর্নামেন্টের শেষ ষোল নিশ্চিত করেছে ইতালীয় জায়ান্টরা। নতেঁর মাঠে অনুষ্ঠিত ম্যাচের ৫ম মিনিটেই গোলের খাতা খোলেন ডি মারিয়া। নিকোলো ফাগিওলির যোগান থেকে বল পেয়ে লক্ষ্যভেদ করেন আর্জেন্টিনার হয়ে বিশ^কাপ জয়ী এই তারকা (১-০)। ম্যাচের ২০ মিনিটে পেনাল্টি থেকে গোল করে ব্যবধান দ্বিগুন করেন তিনি (২-০)। ম্যাচের ১৭ মিনিটে ইচ্ছাকৃত ভাবে বলে হাত লাগানোয় লাল কার্ড দেখে মাঠ ছাড়েন স্বাগতিক ডিফেন্ডার নিকোলাস পালোইস। এতেই দশজনের দলে পরিণত হয় নতেঁ। ম্যাচের ৭৮ মিনিটে ব্লাহোভিচের যোগান থেকে বল পেয়ে নিজের ও দলের হয়ে তৃতীয় গোল করে হ্যাটট্রিক পুর্ন করেন ডি মারিয়া (৩-০)। এদিকে নেদারল্যান্ডে অনুষ্ঠিত ইউরোপার আরেক ম্যাচে পিএসভি আইন্দোভেনের কাছে ২-০ গোলে হেরে গেছে ছয় বারের চ্যাম্পিয়ন সেভিয়া। তবে ৩-২ ব্যবধানে এগিয়ে থেকে নকআউট পর্ব নিশ্চিত করেছে সেভিয়াই। গতকালের ম্যাচে ডাচ দলের হয়ে গোল দুটি করেছেন যথাক্রমে লুক ডি জং ও ফ্যাবিও সিলভা। গতকাল অনুষ্ঠিত ইউরোপা প্লে অফে ডেনমার্কের মিডজিল্যান্ডকে ৪-০ গোলে হারিয়ে ৫-১ গোলে এগিয়ে থেকে শোষ ষোল নিশ্চিত করেছে স্পোর্টিং লিসবন।

বাসস/এএফপি



আপনার মূল্যবান মতামত দিন: