ঢাকা | মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২

পাঁচ ম্যাচ নিষিদ্ধ রোনালদো

MASUM | প্রকাশিত: ১৪ আগস্ট ২০১৭ ২১:৫৬

MASUM
প্রকাশিত: ১৪ আগস্ট ২০১৭ ২১:৫৬

রেফারিকে ধাক্কা মারার অপরাধে ক্রিস্টিয়ানো রোনালদো যে বড় ধরনের শাস্তি পেতে যাচ্ছেন সেটা অনুমিতই ছিল। হলোও তাই। স্প্যানিশ সুপার কাপে রেফারির সঙ্গে অসদাচরণ করায় পাঁচ ম্যাচের নিষেধাজ্ঞা পেয়েছেন রোনালদো। এক বিৃবতিতে এমনটিই জানিয়েছে স্প্যানিশ ফুটবল ফেডারেশন। এ ছাড়া তিন হাজার ইউরো জরিমানাও করা হয়েছে এই পর্তুগিজ তারকাকে।

নিষেধাজ্ঞার কারণে ১৬ আগস্ট সুপার কাপের দ্বিতীয় ম্যাচে খেলতে পারবেন না রোনালদো। কেবল তাই নয়, লা লিগায় দেপোতির্ভো লা করুনা, ভ্যালেন্সিয়া, লেভান্তে ও রিয়াল সোসিয়েদাদের বিপক্ষেও খেলতে পারবেন না তিনি। আগামী ২০ সেপ্টেম্বর রিয়াল বেতিসের বিপক্ষে ম্যাচ দিয়ে আবার মাঠে ফিরবেন তিনি। রোনালদোর এই নিষেধাজ্ঞার বিপক্ষে আপিল করবে রিয়াল মাদ্রিদ।

চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনাকে হারিয়ে নতুন মৌসুমটা দারুণভাবে শুরু করেছেন রোনালদো। সুপার কাপের প্রথম লেগের ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার বিপক্ষে করেছেন দুর্দান্ত এক গোল। রিয়ালও পেয়েছে ৩-১ গোলের জয়। দল জয় ফেলেও রোনালদোকে মাঠ ছাড়তে হয়েছে লাল কার্ড দেখার হতাশা নিয়ে। ৮৩ মিনিটের মাথায় লাল কার্ড দেখার পর মেজাজ হারিয়ে ফেলেছিলেন রোনালদো। রেফারিকে দিয়েছিলেন ধাক্কা। ডি বক্সের ভেতর ডাইভ মেরেছিলেন তিনি। তবে রোনালদোর এই আচরণ ভালো লাগেনি রেফারির। রিয়াল তারকাকে হলদু কার্ড দেখান তিনি। আগের মিনিটে গোল করার উচ্ছ্বাসে জার্সি খুলে উদযাপন করেন তিনি। সেবারও হলুদ কার্ড দেখেছিলেন তিনি। দুটি হলুদ কার্ড হওয়ায় শেষ পর্যন্ত তাঁকে লাল কার্ড দেখান রেফারি।



আপনার মূল্যবান মতামত দিন: