odhikarpatra@gmail.com ঢাকা | Tuesday, 28th October 2025, ২৮th October ২০২৫

৫ম জাতীয় ভোটার দিবস উদযাপন ডিমলায় হাছানুর রহমান নীলফামারী ডিমলা

odhikarpatra | প্রকাশিত: ৩ March ২০২৩ ০৪:২৮

odhikarpatra
প্রকাশিত: ৩ March ২০২৩ ০৪:২৮

ডিমলা প্রতিনিধিঃ "ভোটার হব নিয়ম মেনে, ভোট দিব যোগ্য জনে" এই প্রতিপাদ্যেকে সামনে রেখে সারা দেশের সাথে নীলফামারী জেলার ডিমলা উপজেলায় ৫ম জাতীয় ভোটার দিবস উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ (২মার্চ) রোজ র্বৃহস্পতিবার সকালে উপজেলা নির্বাচন অফিস কার্যালয়ের আয়োজনে একটি বর্ণাঢ্য র‍্যালী বের হয়েছে। শহরের প্রধান সড়ক গুলো প্রদক্ষিণ করে এসে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা বেলায়েত হোসেন এঁর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা নির্বাচন কর্মকর্তা মোছাঃ মাহবুবা আক্তার বানু৷ স্বাগত বক্তব্যে তিনি বলেন, ভোটার হওয়া এবং ভোট দেওয়া প্রত্যেক নাগরিকের সাংবিধানিক অধিকার। নির্বাচনের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমেই একজন নাগরিক দেশের শাসন ব্যবস্থায় অংশগ্রহণ করে থাকে। তাই যোগ্যতাসম্পন্ন প্রত্যেক ব্যক্তিকে ভোটার হতে হবে, ভোট দিতে হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তবিবুল ইসলাম৷ বিশেষ অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বাবু নীরেন্দ্রনাথ রায়, মহিলা ভাইস চেয়ারম্যান আয়শা সিদ্দীকা, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সেকেন্দার আলী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক সরকার মিন্টু। জাতীয় পরিচয়পত্রের সুফল বিষয়ে বক্তারা আরো বলেন, বর্তমানে আর্থিক ও সামাজিক সেবাদানকারী প্রতিষ্ঠানসমূহ সেবা প্রদানের ক্ষেত্রে জাতীয় পরিচয়পত্রকে অনেকক্ষেত্রে বাধ্যতামূলক করা হয়েছে। তাই সকল যোগ্য নাগরিকেরই উচিৎ তাদের বয়স আঠারো বৎসর হলেই স্ব-উদ্যোগে ভোটার তালিকায় অন্তর্ভূক্ত হওয়া। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ডিমলা সরকারী মহিলা কলেজের অধ্যক্ষ মোকলেছুর রহমান, ডিমলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফর রহমান, উপজেলা মৎস্য কর্মকর্তা শামীমা আক্তার, সমজসেবা কর্মকর্তা নুরুন নাহার নুরি, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেজবাহুর রহমান, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের উপজেলা সহকারী প্রগ্রামার নাজিমুল ইসলামসহ উপজেলা পরিষদের সকল দপ্তরের কর্মকর্তা বৃন্দ ও উপজেলা নির্বাচন অফিস কার্যালয়ের সকল সদস্য বৃন্দ।



আপনার মূল্যবান মতামত দিন: