odhikarpatra@gmail.com ঢাকা | Tuesday, 28th October 2025, ২৮th October ২০২৫

স্বস্তির খবর পেলেন আশরাফ হাকিমি

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৩ March ২০২৩ ০৪:৩৯

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩ March ২০২৩ ০৪:৩৯

বেশ বিপদেই আছেন আশরাফ হাকিমি। পিএসজির এই রাইটব্যাকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে প্রাথমিক তদন্ত শুরু করেছেন ফ্রান্সের কৌঁসুলিরা। এমন খারাপ পরিস্থিতিতেও অবশ্য হাকিমি পেলেন কিছুটা স্বস্তির খবর।তদন্ত চলাকালে খেলা চালিয়ে যেতে কোনো বাধা নেই মরক্কোর এই ফুটবলারের। এমন তথ্যই জানিয়েছে ইএসপিএন। ফরাসি লিগে নেঁসের বিপক্ষে আগামী শনিবার খেলবে পিএসজি। সে ম্যাচেই খেলার সম্ভাবনা আছে হাকিমির। 

গত রোববার ২৪ বছর বয়সী এক নারী হাকিমির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করেন। এর আগের দিন শনিবার প্যারিসে হাকিমি নিজের বাসায় ওই নারীকে ধর্ষণ করেছেন—এ অভিযোগ করেন সেই নারী। অভিযোগ করলেও তিনি অবশ্য মামলা করেননি। তবে এরপরও ফ্রান্সের কৌঁসুলিরা অভিযোগটি তদন্ত করছেন।

হাকিমি এখনো এ বিষয় নিয়ে কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেননি। তবে সংবাদমাধ্যম দ্য অ্যাথলেটিককে হাকিমির ক্লাব পিএসজি জানিয়েছে, হাকিমি অভিযোগটি প্রত্যাখ্যান করেছেন, বিচারব্যবস্থার প্রতি তাঁর পূর্ণ আস্থা আছে। ক্লাব ফুটবলারের পাশে আছে। এ ছাড়া সংবাদমাধ্যম ইএসপিএনও জানিয়েছে, ধর্ষণের অভিযোগ প্রত্যাখ্যান করেছেন হাকিমি।



আপনার মূল্যবান মতামত দিন: