
মো. আমির হোসেন ঢালি :
মুন্সিগঞ্জের সিরাজদিখানে মাত্র ৬ মাসে পবিত্র কোরআন হেফজ সম্পন্ন করেছে আব্দুল্লাহ আল হুসাইন নামের ৯ বছর বয়সী এক শিক্ষার্থী।
আব্দুল্লাহ আল হুসাইন সিরাজদিখান উপজেলার বালুচর ইউনিয়নের কয়রাখোলা আরাফাতিয়া ইসলামীয়া মাদরাসার শিক্ষার্থী। ৬ মাসে পবিত্র কুরআনুল কারীম হিফজ সম্পন্ন করায় কয়রাখোলা আরাফাতিয়া ইসলামীয়া
মাদরাসা কতৃপক্ষ বৃহস্পতিবার সন্ধ্যায় মাদরাসা প্রাঙ্গণে সংবর্ধনা ও দোয়া মাহফিলের আয়োজন করে। আব্দুল্লাহ আল হুসাইন ৬ মাসে পবিত্র কুরআনুল কারীম হিফজ সম্পন্ন করায় আনুষ্ঠানিকভাবে তাকে সংবর্ধনা প্রদান করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নারায়নগঞ্জ আলীর টেক মাদ্রাসার মুহাতামিম আলহাজ্ব হাফেজ মাওলানা আতাউল হক সরকার। কয়রাখোলা আরাফাতিয়া ইসলামীয়া মাদরাসার নায়েবে মুহাতামিম হাফেজ মাওলানা মুফতী ফরহাদ হুসাইনের অনুষ্ঠান সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন খুলনা শেনহাটী জাকারিয়া মাদরাসার মুহাদ্দিস শায়েখ মুফতী আব্দুল মান্নান ওসমানী, কয়রাখোলা আরাফাতিয়া ইসলামীয়া মাদরাসার মুহাতামিম আলহাজ্ব হাফেজ মাওলানা আব্দুল ওয়ালী।
এসময় উপস্থিত ছিলেন কয়রাখোলা আরাফাতিয়া ইসলামীয়া মাদরাসার সাধারণ সম্পাদক আলহাজ্ব মোহাম্মদ মনির হোসেন।
এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তি মাদ্রাসার শিক্ষক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। বিশেষ দোয়া ও মোনাজাত শেষে তবরাক বিতরণ করা হয়।
আপনার মূল্যবান মতামত দিন: