
বাংলাদেশের পণ্য দিল্লি বিমানবন্দর হয়ে রপ্তানি হবে ইউরোপসহ বিশ্বের বিভিন্ন দেশে। আগামী রোববার দিল্লি বিমানবন্দর হয়ে প্রথমবারের মতো বাংলাদেশে উৎপাদিত পণ্য পাড়ি দেবে ইউরোপ। ঢাকা থেকে সেই পণ্য পেট্রাপোল–বেনাপোল স্থলবন্দর হয়ে সড়কপথে আজ শুক্রবার দিল্লি পৌঁছেছে। দিল্লি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তা যাবে স্পেন।
দিল্লি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট লিমিটেড (ডায়াল) আজ শুক্রবার এক বিজ্ঞপ্তিতে এই খবর জানিয়ে বলেছে, বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে উৎপাদিত পণ্য বিদেশে পাঠাতে দিল্লি বিমানবন্দর প্রাণকেন্দ্র হতে চলেছে। দ্বিপক্ষীয় চুক্তি ও বোঝাপড়ায় বাংলাদেশের তৈরি পোশাক, তাঁত পণ্য, চামড়াজাত দ্রব্য, জুতা, পাটজাত বিভিন্ন পণ্য ও ওষুধ ইউরোপের বিভিন্ন দেশে আকাশপথে পাঠানোর ক্ষেত্রে দিল্লি হয়ে উঠতে যাচ্ছে নতুন ঠিকানা। দুই দেশের মধ্যে এই ব্যবস্থায় দুই দেশের অর্থনীতিই উপকৃত হবে এবং পরিবহন খরচ অনেকটা কমবে বলে জানানো হয়েছে।
তৈরি পোশাক খাতের প্রথম চালান গত ২৬ ফেব্রুয়ারি ঢাকা থেকে ট্রাকযোগে পেট্রাপোল–বেনাপোল স্থলসীমান্তে পৌঁছায়। নিরাপত্তাসংক্রান্ত প্রয়োজনীয় কাজ সারার পর সেই পণ্য ট্রাকযোগে সোজা চলে আসে দিল্লি। সেখানে প্রয়োজনীয় বিধিসম্মত নজরদারি শেষে সরাসরি তা রওনা হবে গন্তব্য দেশে। দিল্লি বিমানবন্দরে বাংলাদেশি পণ্যের জন্য ‘ডায়াল’ একটা নির্দিষ্ট স্থান চিহ্নিত করেছে। পণ্য তল্লাশির জন্য বসানো হয়েছে এক্স–রে যন্ত্র। এই ব্যবস্থায় দিল্লি বিমানবন্দর দিয়ে বাংলাদেশি পণ্য দ্রুত কম খরচে পৌঁছে যাবে যুক্তরাজ্য, জার্মানি, ফ্রান্স, স্পেন, ইতালি, নেদারল্যান্ডস, ডেনমার্ক ও যুক্তরাষ্ট্রে।
আপনার মূল্যবান মতামত দিন: