odhikarpatra@gmail.com ঢাকা | Tuesday, 28th October 2025, ২৮th October ২০২৫

ব্রাজিলের স্কোয়াড ঘোষণা,একাধিক চমক

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৪ March ২০২৩ ২২:০৮

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৪ March ২০২৩ ২২:০৮

রীতিমতো ‘বিপ্লব’ই ঘটিয়ে ফেলেছেন ব্রাজিলের অন্তবর্তীকালিন কোচ 'রেমন মেনেজেস'। ২৫ মার্চ প্রীতি ম্যাচে মরক্কোর মুখোমুখি হবে ব্রাজিল। এ ম্যাচের জন্য কাল ২৩জনের স্কোয়াড ঘোষণা করেছেন মেনেজেস, যেখানে কাতার বিশ্বকাপে ব্রাজিল দলে থাকা ১৫ খেলোয়াড়ের জায়গা হয়নি।

গত ডিসেম্বরে বিশ্বকাপ কোয়ার্টার ফাইনাল থেকে বাদ পড়ার পর মরক্কোর বিপক্ষে প্রথম মাঠে নামবে ব্রাজিল। এর মধ্য দিয়ে ২০২৬ বিশ্বকাপের চক্রও শুরু হবে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের।

নেইমারের বাদ পড়ার বিষয়টি অবশ্য আলাদা। দুই সপ্তাহ আগে অ্যাঙ্কেলের চোটে পড়েছেন। ব্রাজিল জাতীয় দলের চিকিৎসক রদ্রিগো লাসমার সংবাদ সম্মেলনে জানিয়েছেন, মরক্কোর বিপক্ষে প্রীতি ম্যাচ খেলতে ‘দলে যোগ দেওয়ার জন্য উপযুক্ত ফিটনেসে থাকবেন না’ নেইমার। তাঁর ক্লাব পিএসজি আগেই জানিয়েছে, চ্যাম্পিয়নস লিগে আগামী সপ্তাহে বায়ার্ন মিউনিখের বিপক্ষে শেষ ষোলো ফিরতি লেগেও ব্রাজিলিয়ান তারকাকে পাওয়া যাবে না।

দলে ৯জন নতুন মুখ ডেকেছেন মেনেজেস। আতলেতিকো পারানায়েনেসের হয়ে আলো ছড়ানো ১৮ বছর বয়সী ফরোয়ার্ড ভিতর হোকিকে ডেকেছেন। ব্রাজিলিয়ান ফুটবলে ‘বিষ্ময় বালক’ আসার ধারায় হোকি হতে পারেন নতুন সংযোজন। বার্সেলোনা তাঁর পিছু ছুটছে। ব্রাজিলের ঘরোয়া ফুটবলে এরই মধ্যে তাঁকে ‘নতুন রোনালদো’ বলা হচ্ছে। মেনেজেসের অধীনে গত মাসে শেষ হওয়া দক্ষিণ আমেরিকার অনূর্ধ্ব–২০ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার পথে সর্বোচ্চ ৬ গোল করেন হোকি।



আপনার মূল্যবান মতামত দিন: