odhikarpatra@gmail.com ঢাকা | Tuesday, 28th October 2025, ২৮th October ২০২৫

স্ত্রীর ব্ল্যাকমেইলের শিকার নওয়াজউদ্দিন

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ৭ March ২০২৩ ০৪:৪৩

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ৭ March ২০২৩ ০৪:৪৩

দাম্পত্য জীবনের জটিলতা ও আইনি ঝামেলায় নওয়াজ ও তার স্ত্রী আলিয়া এখন আলোচনার শীর্ষে। একে অপরের প্রতি দোষারোপ ও পাল্টাপাল্টি অভিযোগে দুজনেই এখন বিতর্কের মধ্যমনি।

সম্প্রতি নওয়াজউদ্দিন সিদ্দিকির বিরুদ্ধে একের পর এক অভিযোগ এনেছেন তার স্ত্রী আলিয়া। নওয়াজ তাকে ও তার মেয়েকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছেন। খেতেও নাকি দিতেন না! তবে স্ত্রীর এসব অভিযোগকে একেবারেই নসাৎ করেছেন নওয়াজ। এভাবেই পাল্টাপাল্টি অভিযোগ ও আত্মপক্ষ সমর্থন চলছিল দুজনের। তবে এবার স্ত্রীর বিরুদ্ধে কড়া অভিযোগ তুললেন অভিনেতা। সামাজিক যোগাযোগ মাধ্যমে নওয়াজ জানালেন, আলিয়া তাকে ব্ল্যাকমেইল করছেন!


নওয়াজ লিখেছেন, ”আমাকে এখন সবাই খলনায়ক ভাবছে। কারণ, আমি চুপ করে রয়েছি। আমার এই চুপ করে থাকাটা মোটেই আমার দুর্বলতা নয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকরকম ভিডিও ছড়িয়ে পড়েছে। অনেক ভিডিও মিথ্যা। জোর করে বিতর্ক তুলে ধরা হচ্ছে।”
নওয়াজ আরো জানান, দুই বছর ধরে অভিনেতার পক্ষ থেকে মাসে ১০ লাখ টাকা দেওয়া হয় আলিয়াকে। বাচ্চাদের স্কুলের বেতন, চিকিৎসার খরচ, যাতায়াতের খরচ আলাদা দিতেন তিনি। এমনকি আলিয়ার প্রযোজনায় শেষ তিনটা সিনেমায় টাকাও ঢেলেছেন তিনি, কারণ আলিয়া তার সন্তানদের মা। বাচ্চাদের বিলাসবহুল গাড়ি কিনে দিয়েছিলেন নওয়াজ, যা বিক্রি করে সেই টাকা খরচ করেন আলিয়া নিজের দরকারে। মুম্বাই ভারসোভাতে বাচ্চাদের জন্য একটি সমুদ্রমুখী বিলাসবহুল ফ্ল্যাটও কিনে দিয়েছেন, যেখানে আলিয়া নিজেও থাকেন।



আপনার মূল্যবান মতামত দিন: