
দ্বিতীয় দফা বাংলাদেশে এসে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম সিরিজে (ওয়ানডে) হেরেছেন কোচ চন্ডিকা হাথুরুসিংহে। ওয়ানডের পর এবার টি ২০। নতুন চ্যালেঞ্জ। হাথুরুসিংহে জানালেন, বিশ্ব চ্যাম্পিয়নদের বিপক্ষে সিরিজ জয়ই লক্ষ্য বাংলাদেশের। আজ জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বেলা ৩টায় শুরু হবে প্রথম টি ২০।
সিরিজ-পূর্ব সংবাদ সম্মেলনে বুধবার হাথুরুসিংহে বলেন, ‘সিরিজ জয়ই আমাদের লক্ষ্য। তবে আমি জাদুকর নই যে, ভবিষ্যৎ বলতে পারব। আমরা জেতার চেষ্টা করব।’ ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ দিয়ে ২০২৪ টি ২০ বিশ্বকাপের প্রস্তুতি শুরু হচ্ছে বাংলাদেশের। হাথুরু বলেন, ‘এবার এসে টি ২০ দলকে আজ (বুধবার) প্রথম দেখলাম। টি ২০ বিশ্বকাপের আগে অনেক কিছুই হবে। এখন পর্যবেক্ষণ করছি আমাদের কোন কোন জায়গায় উন্নতি করতে হবে। নিজেদের শক্তি অনুযায়ী কোন পরিকল্পনায় আমরা খেলতে পারি।’ তিনি চান তার খেলোয়াড়রা যেন বিপিএলের মতো ব্যাটিং করেন। তিনি বলেন, ‘টিম স্পিরিট খুব ভালো। সিনিয়র-জুনিয়র কোনো বিষয় নয়।’
টি ২০ দলে ফিরেছেন রনি তালুকদার ও শামীম হোসেন। হাথুরু বলেন, ‘তরুণদের দেখার অপেক্ষায় আছি। ম্যাচ পরিস্থিতিতে দেখতে চাই। তাদের শুধু নেটে দেখেছি। যতটুকু দেখেছি তাতে ভালো লেগেছে।’ তিনি বলেন, ‘রনিকে (তালুকদার) আগেও দেখেছি। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সে খেলেছিল একটি ম্যাচে। এরপর কী হয়েছে, তা মনে নেই। তারা কী করতে পারে, তা দেখার জন্য আগ্রহ নিয়ে তাকিয়ে আছি। তারা ঘরোয়া ক্রিকেটে ভালো করেছে। এখন সুযোগ এগিয়ে যাওয়ার।’
আপনার মূল্যবান মতামত দিন: