ঢাকা | শনিবার, ২৬ এপ্রিল ২০২৫, ১২ বৈশাখ ১৪৩২

সিলিকন ভ্যালি ব্যাংক’ কিনতে চান ইলন মাস্ক

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ১২ মার্চ ২০২৩ ২০:৫৩

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ১২ মার্চ ২০২৩ ২০:৫৩

দেউলিয়া হয়ে যাওয়া মার্কিন যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিবি) কিনতে চায়  ইলন মাস্ক। গত সপ্তাহেও বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছিল যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি)। বর্তমান মূল্যস্ফীতি পরিস্থিতিতে দেশটির অন্যান্য ব্যাংকের মতো এসভিবিও খানিকটা তারল্য সংকটে ভুগছিল, তবে তা একেবারেই নগণ্য। কিন্তু তারপর মাত্র ৪৮ ঘণ্টার মধ্যে একদম দেউলিয়া হয়ে পড়ে এসভিবি। গতকাল শুক্রবার ব্যাংকের পরিচালনা কমিটির সদস্যরা দেশজুড়ে এসভিপির সমস্ত শাখা বন্ধের নির্দেশ দিয়েছেন।

ব্যাংকটি বন্ধ হওয়ার পর এ বিষয়ে প্রযুক্তিপ্রতিষ্ঠান রেজারের প্রধান নির্বাহী মিন-লিয়াং তান টুইট করে বলেন, এসভিবি কিনে তা ডিজিটাল ব্যাংকে পরিণত করার কথা বিবেচনা করা উচিত। এরপরই টুইটারের মালিক ইলন মাস্ক এর প্রতিক্রিয়ায় লিখেছেন, বিষয়টি নিয়ে তিনিও ভাবছেন।তার মন্তব্যটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পরে। টুইটার ব্যবহারকারী অনেকেই এই বিষয়ে স্বাগত জানিয়েছেন। 



আপনার মূল্যবান মতামত দিন: