odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 2nd January 2026, ২nd January ২০২৬

ব্যর্থতার বৃত্তেই ঘুরপাক খাচ্ছেন লিটন

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১২ March ২০২৩ ২৩:২৯

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২ March ২০২৩ ২৩:২৯

লিটনকে ফর্মে ফেরানো যাচ্ছে না। টানা অফ ফর্মে রয়েছেন দেশের তারকা এই ওপেনার। ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে লিটন আউট হন ৭, ০ , ০ রানে। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম খেলায় লিটন আউট হন ১২ রানে। আজ সিরিজ জয়ের লক্ষ্যে ১১৮ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে লিটন আউট হন ৯ বলে ৯ রান করে।

রোববার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে রোববার বিকেল ৩টায় খেলাটি শুরু হয়। টস হেরে ব্যাটিংয়ে নেমে মেহেদি হাসান মিরাজের অফ স্পিনে কুপোকাত ইংলিশরা।

২০ ওভারে ১১৭ রানেই অলআউট ইংল্যান্ড। বাংলাদেশ দলের হয়ে মিরাজ ৪ ওভারে মাত্র ১২ রানে ৪ উইকেট শিকার করেন। তার শিকার হয়ে একের পর এক সাজঘরে ফেরেন মঈন আলী, স্যাম কারেন, ক্রিস ওকস ও ক্রিস জর্ডান। 

একটি করে উইকেট শিকার করেন তাসকিন আহমেদ, সাকিব আল হাসান, হাসান মাহমুদ ও মোস্তাফিজুর রহমান।



আপনার মূল্যবান মতামত দিন: