ঢাকা | বৃহঃস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫, ২৭ চৈত্র ১৪৩১

লাগাম ছাড়া পেঁয়াজের দাম

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৯ আগস্ট ২০১৭ ১৬:৩৪

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯ আগস্ট ২০১৭ ১৬:৩৪


পেয়াঁজের দামের ঊর্দ্ধমূখী প্রবনতায় ছেদ পড়েছে। কয়েক সপ্তাহ ধরে দাম বাড়লেও শুক্রবার পণ্যটি রাজধানীর বাজারে বিক্রি হয়েছে গত সপ্তাহের দামে। প্রতিকেজি পেয়াঁজ ৫০ থেকে ৫৬ টাকায় বিক্রি হতে দেখা গেছে। নতুন করে বেড়েছে নাজিরশাইল চালের দাম। আগের সপ্তাহের বাড়তি দামেই বিক্রি হচ্ছে সবজি। কিছুটা কমেছে ব্রয়লার মুরগি ও মাছের দাম। রাজধানীর কাওরান বাজার, কাঠালবাগান, নিউমার্কেট, হাতিরপুলসহ বেশ কয়েকটি বাজার ঘুরে এমন তথ্য জানা গেছে।
শনিবার ঢাকার বিভিন্ন বাজারে আলু বিক্রি হয়েছে ২০ থেকে ২৫ টাকা কেজি দরে। পটল ৪৫ থেকে ৫০ টাকা, কচু মুখি ৪০ টাকা, বেগুন ৬০ টাকা, সিম ৯০ টাকা, করলা ৬০ টাকা, ফুলকপি প্রতি পিচ ৪০ টাকা, বরবটি ৮০ টাকা, চিচিঙ্গা ৪০ টাকা, ঝিঙ্গা ৫০ টাকা, টমেটো ১২০ টাকা, কেজি দওে বিক্রি হয়েছে।
দেশি পেঁয়াজ বিক্রি হয়েছে ৫৬ টাকা কেজি দরে। আমদানি পেঁয়াজ ৫০ টাকা কেজিতে বিক্রি হয়েছে। প্রতিকেজি দেশি রসুন ১০০ টাকা দওে বিক্রি হয়েছে। আমদানি করা রসুন বিক্রি হয়েছে ১১০ টাকা কেজি দরে। আদা বিক্রি হয়েছে প্রতিকেজি ১০০ টাকায়।
বাজারে ইলিশ মাছের সরবরাহ প্রচুর থাকলেও দাম এখনো কমেনি। গত সপ্তাহে যে দামে বিক্রি হয়েছিল সেরকমই রয়েছে। এক কেজি ওজনের ইলিশ বিক্রি হয়েছে ২ হাজার ৪০০ টাকা জোড়া। ৮০০ গ্রাম ওজনের এক জোড়া ইলিশ বিক্রি হয়েছে ১ হাজার ৪০০ টাকায়, ৭০০ গ্রাম ওজনের ইলিশের জোড়া বিক্রি হয়েছে ১ হাজার ২০০ টাকায়। এছাড়া রুই-কাতলা,তেলাপিয়া,পাঙ্গাস,নলা, কই স্বরপুটিসহ বিভিন্ন মাছের দাম গত সপ্তাহের তুলনায় কম ছিল।
অন্যদিকে কমেছে ব্রয়লার মুরগির দাম। প্রতিকেজি বিক্রি হয়েছে ১২৫-১৩০ টাকায়, যা গত সপ্তাহে ছিল ১৪০-১৪৫ টাকা, লেয়ার (সাদা) ১৬০ টাকা, লেয়ার (লাল) ১৯০-২০০ টাকা। গরুর মাংস ৫০০ টাকা, খাসি ৭৫০ টাকা এবং বকরির মাংস ৬৫০ টাকা কেজি দরে বিক্রি হয়েছে। তাছাড়া আগের দামেই বিক্রি হচ্ছে সয়াবিন তেল, লবন, চিনি, ও সব ধরনের ডাল।
এ দিকে হঠাৎ করেই বাজারে বেড়ে গেছে নাজিরশাইল চাউলের দাম। গত সপ্তাহে যে মানের নাজিরশাইল চাউলের দাম ছিল প্রতিকেজি ৫৮ টাকা, সেটি বেড়ে গিয়ে চলতি সপ্তাহে বিক্রি হয়েছে ৬০ টাকা কেজি দরে। আবার যে নাজিরশাইলের কেজি ৬৪ টাকা ছিল সেটি বিক্রি হয়েছে ৬৬ থেকে ৬৭ টাকায়। এছাড়া অন্যান্য চালের দাম রয়েছে আগের মতোই।



আপনার মূল্যবান মতামত দিন: