odhikarpatra@gmail.com ঢাকা | Monday, 12th January 2026, ১২th January ২০২৬

এপ্রিল থেকে ২ লক্ষাধিক আফগান পাকিস্তান ছেড়েছে : ইসলামাবাদ

odhikarpatra | প্রকাশিত: ৪ June ২০২৫ ২৩:২৮

odhikarpatra
প্রকাশিত: ৪ June ২০২৫ ২৩:২৮

এপ্রিল মাসে সরকার কর্তৃক নির্বাসন অভিযান পুনরায় শুরু করার পর থেকে ২ লক্ষাধিক আফগান পাকিস্তান ছেড়েছে। ইসলামাবাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এএফপিকে এ তথ্য জানায়।


ইসলামাবাদ থেকে এএফপি জানায়, পাকিস্তান ৮ লক্ষাধিক  আফগানকে বহিষ্কার করার জন্য কঠোর অভিযান শুরু করেছে, যাদের বসবাসের অনুমোদন বাতিল করা হয়েছে। এদের মধ্যে কয়েকজন পাকিস্তানে জন্মগ্রহণ করেছেন বা কয়েক দশক ধরে সেখানে বসবাস করছেন।

মন্ত্রণালয়ের মতে, এপ্রিল মাসে ১ লাখ ৩৫ হাজারের বেশি আফগান পাকিস্তান ছেড়েছেন, মে মাসে এই সংখ্যা কমে ৬৭ হাজারে এ দাঁড়ায় তবে জুনের প্রথম দুই দিনে ৩ সহস্রাধিক লোককে ফেরত পাঠানো হয়েছে।

গত কয়েক দশক ধরে কয়েক লাখ আফগান ধারাবাহিক যুদ্ধ থেকে পালিয়ে পাকিস্তানে ঢুকে পড়েছে। ২০২১ সালে তালেবান সরকার ফিরে আসার পরও  কয়েক লাখ আফগান পাকিস্তানে এসেছেন।

২০২৩ সালে তাদের উচ্ছেদের অভিযান শুরু হয়, যার ফলে কয়েক দিনের মধ্যেই হয়রানি বা গ্রেপ্তারের ভয়ে লাখো আফগান সীমান্ত অতিক্রম করে পালিয়ে যায়।

মোট ১০ লক্ষাধিক আফগান পাকিস্তান ছেড়ে চলে গেছে। 

মে মাসে ১৫ হাজার ৬৭৫ জন সীমান্ত অতিক্রম করেছে, যা আগের মাসের তুলনায় দ্বিগুণেরও বেশি। 

জাতিসংঘের আন্তর্জাতিক অভিবাসন সংস্থা মঙ্গলবার ইরান থেকে আফগান পরিবারকে বহিষ্কারের সংখ্যা বৃদ্ধির বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে।

আইওএম এক বিবৃতিতে বলেছে, উভয় সীমান্ত পেরিয়ে আসা অনুপ্রবেশ আফগানিস্তানের ইতোমধ্যেই ‘ঠুনকো অভ্যর্থনা ও পুনঃএকত্রীকরণ ব্যবস্থার ’ উপর চাপ সৃষ্টির হুমকি দিচ্ছে। 

ইসলামাবাদ আফগানদের ‘সন্ত্রাসী ও অপরাধী’ হিসেবে চিহ্নিত করেছে, তবে বিশ্লেষকরা বলেছেন, সীমান্তবর্তী অঞ্চলে জঙ্গিবাদ নিয়ন্ত্রণের জন্য প্রতিবেশী আফগানিস্তানের তালেবান কর্তৃপক্ষের উপর চাপ সৃষ্টি করার জন্যই বহিষ্কারের এই পরিকল্পনা করা হয়েছে।

গত বছর পাকিস্তানে এক দশকের মধ্যে সবচেয়ে বেশি সংখ্যক হামলায় মৃত্যুর রেকর্ড করা হয়েছে।

আফগানিস্তানের সীমান্তে পাকিস্তানের নিরাপত্তা বাহিনী প্রচণ্ড চাপের মধ্যে রয়েছে। তারা দক্ষিণ-পশ্চিমে বেলুচিস্তানে ক্ষুদ্র জাতীয়তাবাদীদের ও উত্তর-পশ্চিমে পাকিস্তানি তালেবান এবং তাদের সহযোগীদের ক্রমবর্ধমান বিদ্রোহের বিরুদ্ধে লড়াই করছে।

নিরাপত্তা ও অর্থনৈতিক সংকট আরও গভীর হওয়ার সাথে সাথে কিছু পাকিস্তানি বিপুল সংখ্যক আফগান জনগোষ্ঠীকে আশ্রয় দিতে ক্লান্ত হয়ে পড়ায় বহিষ্কার অভিযানের ব্যাপক সমর্থন সৃষ্টি হয়েছে।

পাকিস্তান এখন জুনের শেষে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার কর্তৃক জারি করা ১৩ লাখ আফগান শরণার্থী কার্ডধারীদের দেওয়া সুরক্ষা প্রত্যাহারের হুমকি দিচ্ছে।



আপনার মূল্যবান মতামত দিন: