ঢাকা | Friday, 17th October 2025, ১৭th October ২০২৫

তানোরে কলেজ ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীদের মিলন মেলা

আহসানুল ইসলাম আমিন | প্রকাশিত: ১৯ March ২০২৩ ০০:৩৫

আহসানুল ইসলাম আমিন
প্রকাশিত: ১৯ March ২০২৩ ০০:৩৫

তানোর প্রতিনিধি:

রাজশাহীর তানোরে কলেজ ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক কর্মচারীদের যৌথ মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (১৮ মার্চ) দুপুরে তানোর উপজেলার সকল কলেজ ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সমিতির আয়োজনে তানোর নাইস গার্ডেনে এ শিক্ষক কর্মচারীদের যৌথ মিলন মেলা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপজেলা কলেজ শিক্ষক সমিতির সভাপতি ও মুন্ডুমালা ফজর আলী মোল্লা কলেজের অধ্যক্ষ জয়নাল আবেদীনের সভাপতিত্বে ও প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি পিযুষ কান্তীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,তানোর-গোদাগাড়ী আসনের সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরী।

এছাড়াও আরো উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রভাষক আবুল কালাম আজাদ প্রদীপ সরকার,উপজেলা পরিষদ চেয়ারম্যান লূৎফর হায়দার রশীদ ময়না, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবু বাক্কার, মহিলা ভাইস চেয়ারম্যান সোনিয়া সরদার, বিশিষ্ট সমাজসেবক তরুণ আওয়ামী লীগ নেতা আবুল বাশার সুজন,তানোর থানার অফিসার ইনচার্জ ওসি কামরুজ্জামান মিয়া,তানোর মহিলা কলেজের অধ্যক্ষ অনূকূল কুমার ঘোষ, গোদাগাড়ী মাটিকাটা ডিগ্রি কলেজের অধ্যক্ষ আব্দুল আউয়াল রাজু, চাঁন্দুড়িয়া ইউপি চেয়ারম্যান মজিবুর রহমান, বাধাইড় ইউপি চেয়ারম্যান আতাউর রহমান,পাঁচন্দর ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন,মুন্ডুমালা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমির হোসেন আমিন প্রমূখসহ অনুষ্ঠানে উপজেলার সকল কলেজ ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।



আপনার মূল্যবান মতামত দিন: