
বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যাকার টেস্টকে ঘিরে শেরে বাংলা স্টেডিয়ামের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ ও আনছার সদস্য। এছাড়া সেখানকার নিরাপত্তা ব্যবস্থার সার্বিক বিষয়টি দেখভালের জন্য পুলিশের বিশেষ টিম সোয়াত সদস্যদেরও মোতায়েন করা হয়েছে। শনিবার বেলা বারটায় মিরপুরের বিসিবি কার্যালয়ে গিয়ে দেখা যায় সোয়াত সদস্যরা সেখানে সর্তকতামূলক অবস্থান করছেন।
এর আগে গলে বৃহস্পতিবারেও শেরে বাংলা স্টেডিয়ামে সেনাবাহিনীর এক মহড়া হয়েছে। কুইক রেস্কিউ ফোর্স কমান্ডার মেজর রোকুনুজ্জামানের নেতৃত্বে সেনাবাহিনীর একদল প্যারা কমান্ডো ওই মহড়ায় অংশ নিয়েছিলেন।
প্রসঙ্গত, সাম্প্রতিক সময়ে সংঘটিত জঙ্গি হামলার প্রেক্ষাপটে দেশে ও দেশের বাইরে মানুষের মধ্যে এক ধরণের শঙ্কা তৈরি হয়েছে। এ বিষয়টি নিয়েও অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড আগে এক বার উদ্বেগ জানিয়েছিলো। এরপর তাদের প্রতিনিধি দল পর্যবেক্ষণ করে সন্তুষ্টি প্রকাশ করলে গতকাল শুক্রবার রাত সাড়ে ১১ টার দিকে অসিরা ঢাকার মাটিতে পা রাখে।
আপনার মূল্যবান মতামত দিন: