odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 2nd January 2026, ২nd January ২০২৬

ডিপিএল খেলতে ফেরত পাঠানো হলো আফিফকে

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২১ March ২০২৩ ১৯:৪৬

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২১ March ২০২৩ ১৯:৪৬

কোচিং স্টাফের কয়েক সদস্যকে নিয়ে তখন পর্যটন এলাকা ভোলাগঞ্জের সাদা পাথরে নাফিস ইকবাল। প্রশ্নটা শুনে বাংলাদেশ দলের ম্যানেজার ইতস্তত বোধ করলেন শুরুতে। পরে অবশ্য যে জবাব দিলেন, তাতেও উত্তর নেই, 'যে প্রশ্ন নির্বাচকদের করার কথা, সেটি আমাকে কেন করছেন? আর এখানে নেটওয়ার্কের খুব সমস্যা। যেকোনো মুহূর্তে কেটে যেতে পারে।' 

আপাতত জাতীয় দলের সঙ্গে আফিফ হোসেনেরও নেটওয়ার্ক কেটে গেছে। আয়ারল্যান্ডের সঙ্গে সিরিজের প্রথম দুই ওয়ানডেতে একাদশে জায়গা না পাওয়া এই বাঁহাতি ব্যাটারকে সোমবার রাতে ঢাকায় ফেরত পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীনও। এর ব্যাখ্যায় তিনি বলেছেন, 'খামোখা বসিয়ে রেখে তো লাভ নেই। দলে ব্যাকআপ খেলোয়াড়ও আছে। তাই ঢাকায় ডিপিএল (ঢাকা প্রিমিয়ার লিগ) খেলতে পাঠিয়ে দেওয়া হয়েছে।' 



আপনার মূল্যবান মতামত দিন: