odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 2nd January 2026, ২nd January ২০২৬

ঘরের মাঠে ২-১ ব্যবধানে সিরিজ হারল ভারত

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৪ March ২০২৩ ০৪:৩৬

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৪ March ২০২৩ ০৪:৩৬

অস্ট্রেলিয়ার বিপক্ষে চার ম্যাচের টেস্ট সিরিজে জিতলেও তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে হেরে যায় ভারত।শেষ ম্যাচে অ্যাডাম জাম্পার লেগ স্পিনে বিভ্রান্ত হয়ে ২৭০ রানের টার্গেট তাড়ায় ভারত হেরে যায় ২১ রানে। 

বৃহস্পতিবার চেন্নাইয়ের এমএ চিদাম্বরাম স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করে ৪৯ ওভারে ২৬৯ রানে অলআউট হয় অস্ট্রেলিয়া। দলের হয়ে সর্বোচ্চ ৪৭ রান করেন ওপেনার মিচেল মার্শ। ৩৩ রান করেন আরেক ওপেনার ট্রাভিড হেড। ৩৮ রান করেন অ্যালেক্স ক্যারি। ভারতের হয়ে ৩টি করে উইকেট নেন হার্দিক পান্ডিয়া ও কুলদীপ যাদব। 

টার্গেট তাড়া করতে নেমে ২ উইকেটে ১৪৬ রান করে জয়ের পথেই ছিল ভারত। এরপর ৩৯ রানের ব্যবধানে ৪ উইকেট হারিয়ে বিপাকে পড়ে যায় স্বাগতিকরা। এক পর্যায়ে ৬ উইকেটে ভারতের সংগ্রহ ছিল ২১৮ রান। পরের ২০ রানের ব্যবধানে ৪ উইকেট হারিয়ে ৪৯.১ ওভারে ২৪৮ রানে অলআউট হয় ভারত।



আপনার মূল্যবান মতামত দিন: