odhikarpatra@gmail.com ঢাকা | Thursday, 1st January 2026, ১st January ২০২৬

সিরিজে ১-১ ব্যবধানে সমতায় ফিরল স্বাগতিক জিম্বাবুয়ে

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৪ March ২০২৩ ০৫:১৭

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৪ March ২০২৩ ০৫:১৭

নেদারল্যান্ডসের বিপক্ষে শ্বাসরুদ্ধকর দ্বিতীয় ওয়ানডেতে ১ রানের জয়ে তিন ম্যাচের সিরিজে ১-১ ব্যবধানে সমতায় ফিরল স্বাগতিক জিম্বাবুয়ে। 

জয়ের জন্য শেষ ওভারে নেদারল্যান্ডসের প্রয়োজন ছিল  ১৯ রান। হাতে ছিল মাত্র ১ উইকেট। টেন্ডাই চাতারাকে প্রথম বলে চার মেরে জয়ের পথ সহজ করেন রায়ান ক্লেইন। পঞ্চম বলে ফ্রেড ক্লাসেন ছয় হাঁকিয়ে ব্যবধানটা আরও কমিয়ে আনেন। 

শেষ বলে আরেকটি চার মারলেই জয়ের সঙ্গে এক ম্যাচ হাতে রেখে সিরিজটাও নিজেদের করে নিতে পারত ডাচরা। কিন্তু সেটি আর করতে পারেনি। বাউন্ডারি হাঁকাতে না পারায় দৌড়ে রান নিচ্ছিলেন ক্লাসেন ও ক্লেইন। ২ রান নিতে পারলেও জয়ের কাজটা সারতে পারেননি তারা। রানআউট হন ক্লেইন। ২৭২ রানের লক্ষ্য তাড়া করে নেদারল্যান্ডস অলআউট হয় ২৭০ রানে। শেষ বলে রোমাঞ্চকর জয় পায় জিম্বাবুয়ে। 

বৃহস্পতিবার জিম্বাবুয়ের হারারে স্পোর্টস ক্লাব মাঠে টস জিতে আগে ব্যাট করে ৪৯.২ ওভারে ২৭১ রানে অলআউট হয় স্বাগতিকরা।  



আপনার মূল্যবান মতামত দিন: