ঢাকা | বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২

বাংলাদেশকে ভয় পায় না আয়ারল্যান্ড:রস এডেয়ার

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৫ মার্চ ২০২৩ ২১:৪৬

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৫ মার্চ ২০২৩ ২১:৪৬

সিলেটে ২-০ ব্যবধানে হারা ওয়ানডে সিরিজে স্বাগতিক বাংলাদেশের কাছে পাত্তাই পায়নি আয়ারল্যান্ড। চট্টগ্রামে আগামী পরশু থেকে শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি সিরিজে নতুন শুরুর আশাই করছে দলটি। ওয়ানডেতে প্রায় দুমড়েমুচড়ে যাওয়ার পরও আইরিশ অলরাউন্ডার রস এডেয়ার বলছেন, তাঁরা বাংলাদেশকে মোটেও ভয় পান না।

গতকাল সিলেট থেকে চট্টগ্রাম এসে পৌঁছানোর পর আজ সকালে জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে অনুশীলনে এসেছিল আয়ারল্যান্ড দল। সেখানেই দলের প্রতিনিধি হয়ে সংবাদ সম্মেলনে এসে এডেয়ার শোনালেন আশার কথা, ‘অবশ্যই আমরা (ওয়ানডে সিরিজের ফল নিয়ে) হতাশ, তবে এটিকে আমরা নতুন শুরু হিসেবে দেখছি। আমরা যতটা সম্ভব ইতিবাচক থাকার চেষ্টা করছি, ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছি। আমরা জানি বাংলাদেশ কতটা ভালো দল হিসেবে। আমরা দল হিসেবে একটা লাইন টানার সুযোগ হিসেবে দেখছি, সেখান থেকে নতুন একটা সংস্করণে যাব। আশা করি আপনারা দেখবেন, সেটি কেমন।’

বাংলাদেশ কতটা ভালো দল, পেস আক্রমণ কতটা ভালো সে সব তাঁরা জানেন, এমন কথা ঘুরিয়ে-ফিরিয়ে বললেন পেসার মার্ক এডেয়ারের বড় ভাই রস। তবে টি-টোয়েন্টিতে কোন জিনিসগুলো পার্থক্য গড়ে দিতে পারে, এমন এক প্রশ্নের জবাবে তিনি বললেন, ‘আমরা যেমন শৃঙ্খলাবদ্ধ থাকতে চাই, তেমনি আগ্রাসী হতে চাই। আমরা বাংলাদেশকে ভয় পাই না। আমরা ভালোভাবেই তাদের ওপর চড়াও হতে চাই। সোমবারে দেখা যাক কী হয়।’



আপনার মূল্যবান মতামত দিন: