odhikarpatra@gmail.com ঢাকা | Thursday, 25th December 2025, ২৫th December ২০২৫

সালমান খানের ছবিতে নতুন চমক

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ৫ April ২০২৩ ১৮:৪৯

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ৫ April ২০২৩ ১৮:৪৯

এই ঈদুল ফিতরের মুক্তি পাবে বলিউড ভাইজান সালমান খানের ছবি ‘কিসি কা ভাই কিসি কি জান’। এই ছবিটিতে দক্ষিণী সুপারস্টার রাম চরণকে দেখা যাবে সে খবর গেল বছর জানিয়েছিলেন সালমান। অবশেষে প্রকাশ্যে এলো সেই চমক।

মঙ্গলবার প্রকাশ্যে এসেছে ‘কিসি কা ভাই কিসি কি জান’ ছবির পঞ্চম গান ‘ইয়েনতাম্মা’। যেখানেই একসঙ্গে নাচতে দেখা গেছে সালমান ও রাম চরণকে। তবে চমক এখানেই শেষ নয়, সালমান ও রাম চরণের পাশাপাশি দক্ষিণী তারকা ভেঙ্কটেশ দাগ্গুবতিকেও নাচতে দেখা গেছে গানটিতে।

এছাড়াও গানটিতে আরও দেখা গেছে পূজা হেগড়ে, রাঘব জুয়েল, ভূমিকা চাওলা, শেহনাজ গিল সহ আরও অনেকেই।


‘কিসি কা ভাই কিসি কি জান’ এই ছবি পরিচালনার দায়িত্বে রয়েছেন ফারহাদ সামজি। ঈদ উপলক্ষে আগামী ২১ এপ্রিল মুক্তি পাবে এই ছবিটি।



আপনার মূল্যবান মতামত দিন: