ঢাকা | বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২

তৃতীয় দিন ঘুরে দাঁড়িয়েছে আয়ারল্যান্ড

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৬ এপ্রিল ২০২৩ ২৩:৩৯

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৬ এপ্রিল ২০২৩ ২৩:৩৯

২৭ রানে ৪ উইকেট হারানোর পর ৮ উইকেটে ২৮৬ রান, দ্বিতীয় দিনই টেস্ট হারের শঙ্কায় পড়ে যাওয়ার পর ১৩১ রানের এগিয়ে যাওয়া, এখনো বাকি ২ উইকেট মিরপুর টেস্টে তৃতীয় দিন অনেক কিছুই বদলে দিল আয়ারল্যান্ড।

অভিষেক ম্যাচে লরকান টাকারের সেঞ্চুরি, হ্যারি টেক্টরের পর অ্যান্ডি ম্যাকব্রাইনের ফিফটিতে তৃতীয় দিন দারুণ লড়াইয়ে ঘুরে দাঁড়িয়েছে প্রায় চার বছর পর টেস্ট খেলতে নামা দলটি। ফলে বাংলাদেশ কাটিয়েছে হতাশাময় এক দিন। উইকেটে তেমন সহায়তা ছিল না বোলারদের, বিশেষ করে পেসারদের জন্য। কিন্তু ক্রমাগত লাইন-লেংথ ধরে রেখে চাপ তৈরি করতে পারেননি বাংলাদেশ বোলাররাও।



আপনার মূল্যবান মতামত দিন: